
ADVERBS AND ADVERBIALS IN BENGALI
MORE ABOUT ADVERBS AND ADVERBIALS
যে সব word বা শব্দ noun, pronoun ও interjection ছাড়া অন্যান্য parts of speech, phrase,এবং কোন sentence কে modify বা বিশেষিত করে তাকেই Adverb বলে।
এই adverb কে প্রধানত তিনটি শ্রেনিতে ভাগ করা যায়। যেমন 1. simple adverb. 2. Relative adverb. 3. Interrogative adverb.
এর মধ্যে interrogative adverb কে আবার ১০ ভাগে ভাগ করা হয়। যেমন–
1. Adverb of time 2. Adverb of place 3. Adverb of manner 4. Adverb of number 5. Adverb of degree 6. Adverb of reason or purpose 7. Adverb of affirmation and negation 8. Adverb of con- dition and contrast 9. Intensitive Adverb 10. Downtoner adverb.
1. Adverb of Time – কোন কাজ যখন, কখন, কতক্ষণ, কতবার সম্পন্ন হয়েছে বোঝায় তখন এই Adverb হয়। যেমন–
সূর্য ভোরে ওঠে। The sun ries at dawn.
আমি একথা আগেও শুনেছি। I have heard this speech before.
সে শিগগরই ফিরবে। He will return soon.
সে গতকাল দিল্লী গিয়েছে। He left for Delhi yesterday.
2. Adverb of Place – কোথায় কি ঘটছে, কোথা থেকে ঘটবে, এসব যে সব adverb থেকে সূচিত হয় তাকে adverb of place বলে। যেমন–
তোমার মা কি বাড়ির ভিতরে? Is your mother with in?
মিতা বাইরে গিয়েছে— Mita has gone out.
আমি আমার ভাইকে সব জায়গায় খুঁজলাম — I looked every where for my brother. উচ্চাশা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। Ambition urges him forward.
3. Adverb of Manner- যখন একটি verb অপর একেটি শব্দের দ্বারা সেই verb কে modify করে তখন তাকে বলে adverb of manner. যেমন–
তারা শান্তিতে বসবাস করে – They live peacefully.
মান্নাবাবু সৎভাবে জীবন যাপন করেন – Manna babu lives honestly.
সে জোরালোভাবে অভিযোগটি অস্বীকার করা He strongly denied the allegation.
সে সহজেই একটি করল। He did the sum easily.
(এই ধরনের adverb গুলি হল– boldly; bravely, lovely; clearly, easily, likely, naturally, possibly, fortunately, unfortunately, simply, wrongly etc.)
4. Adverb of Number – সংখ্যা বোঝাতে যে adverb গুলি ব্যবহৃত হয়, তাকে adverb of number বলে।
যেমন– আমি দিনে একবার দুধ পান করি। I take milk once a day.
সে এখানে সপ্তাহে তিনদিন আসে। He comes here thrice a day.
(How / much, How many’ ইত্যাদি এই জাতীয় Adverb).
5. Adverb of Degree কোন কাজ কতটা হয়েছে বা হচ্ছে এটা বোঝাতেই adverb of degree ব্যবহৃত হয়।
যেমন– আমি মোটামুটি খুশি। – I am quite glad.
তুমি একদিকে ঠিক। – You are partly right.
আমি সম্পূর্ণভাবে প্রস্তুত। – I am fully prepared.
6. Adverb of Reason or Purpose কোন ঘটনার বা কাজের উদ্দেশ্য বোঝানোর জন্য সে সব adverb ব্যবহৃত হয় তাকে adverb of reason or purpose বলা হয় ৷ যেমন–
পরিশ্রম কর যাতে সফল হতে পার। Work hard so that you can succeed.
এই কারণে আমি খেলতে যাই না। I therefore do not go to play.
সেইজন্য তিনি কাজটি ছেড়ে দিলেন। He therefore left the job.
এই কারনেই তিনি খেলতে অক্ষম। Hence he is unable to play.
(therefore, hence, so, so that ইত্যাদি এই শ্রেণির adverb.)
7. Adverb of Affirmation and Negation হ্যাঁ–বাচক ও না সূচক অর্থ প্রকাশ করতে এই জাতীয় adverb ব্যবহার করা হয়।
যেমন– ভারত নিশ্চিতভাবে জিতবে। Surely India will win.
তিনি আসবেন কিনা আমি জানি না। I do not know if he will come.
তুমি নিশ্চয়ই সফল হবে। You will certainly succeed.
আমি তোমায় কখনও ভুলব না। I shall never forget you.
(surely, certainly, undoubtfully, never প্রভৃতি এই জাতীয় adverb.)
8. condition and contrast adverb- যখন কোন কাজ অপর কাজের পরে নির্ভরশীল হয় তখন এই জাতীয় adverb ব্যবহৃত হয়।
যেমন– তুমি যদি যাও তবে আমি যাব। If you go, I shall go .
যদিও সে দরিদ্র, তথাপি সুখি। Although he is poor he is happy.
9. Intensitive adverb যে adverb গুলি verb এর কাজের উপর বিশেষ জোর প্রয়োগ করে তাকে intensitive adverb বলে।
যেমন– আমি নিশ্চয়ই স্কুলে যাব। I shall certainly go to school.
সত্যিই আমি এ বিষয়ে কিছু জানি না। I really do not know the matter.
আসলে আমি নিজেই সেখানে গিয়ে ছিলাম। Actually I went there myself.
10. Downtoner adverb যে সব adverb adjective বা অন্য কোন ad- verb এর গুরুত্ব কমিয়ে দেয় তাদের downtoner বলে। যেমন–
সে নামমাত্র চেষ্টা করল। He barely tried.
আমি কাজটি প্রায় শেষ করেছি। I have nearly finished the work.
আমি তাকে প্রায় চিনতেই পারিনি। I hardly recognized him.
(absolutely, actually, certainly, definitely, really, surely, thoroughly এই জাতীয় adverb.)
2. Relative adverb
যে সব adverb কোন noun এর সঙ্গে সম্পর্ক রক্ষা করে দুটি clause কে যুক্ত করে তাকে relative adverb বলে। where, why, what, how, when, প্রভৃতি এই জাতীয় adverb. যেমন–
এই সেই জায়গা যেখানে আমি জন্মেছিলাম। This is the place where I was born. আমি জানি না কি কারনে সে অকৃতকার্য হয়েছিল। I do not know the reason why he failed.
এভাবেই দরজাটি খুলতে হয়। This the way how the door is open.
তুমি কি জান মুম্বই মেল কখন ছাড়বে? Do you know the time when the Mumbai mail will leave?
3. Interrogative Adverb
প্রশ্ন করতে যে সব adverb এর ব্যবহার হয় তাকে interrogative adverb বলে। এগুলি বিভিন্ন অর্থে ব্যবহার হয়। যেমন–
Adverb of place – Where had you been so long? তুমি এতক্ষণ কোথায় ছিলে ?
Adverb of person- Why did you come so late? তুমি কেন এত দেরিতে এলে ?
Adverb of number- How many sisters are you? তমরা ক বন ?
Adverb of manner- How could he do this? সে কি করে এটা করতে পারে ?
Adverb of quantity- This rice is good enough for us. এই চাল যথেষ্ট ভালো।
Adverb of frequency- I am fully prepared for this incident.
Adverb of degree- How high is the Shahid minar?.
Formation of Adverbs
1.বেশির ভাগ adverb ই adjective এর শেষ ly যোগ করে হয়। যেমন–
Adjective Adverb Adjective Adverb
Actual(সঠিক) Actually Absolute (প্রচুর) absolutely
Attentive (মনোযোগী) attentively active (সক্রিয়) actively
annual (বার্ষিক) annually bad (মন্দ) badly
beautiful (সুন্দর) beautifully brave (সাহসী) bravely
cruel (নিষ্ঠুর) cruelly clever (চতুর) cleverly
certain (নির্দিষ্ট) certainly clear (পরিষ্কার) clearly
cheerful (উৎফুল্ল) cheerfully correct (সঠিক) correctly
careless (যত্নহীন) carelessly calm(শান্ত ) calmly
deep (গভীর) deeply definite (নিশ্চিত) definitely
faithful (বিশ্বস্ত ) faithfully genuine (প্রকৃত) genuinely
honest (সৎ) honestly harsh(কৰ্কশ) harshly
intelligent (বুদ্ধিমান/বুদ্ধিমতী) intelligently kind (দয়ালু) kindly
large (বড়) largely
naked (নগ্ন ) nakedly pure (শুদ্ধ ) purely
Adjective Adverb Adjective Adverb
proud (গর্বিত) proudly polite (ভদ্র) politely
powerful (শক্তিশালী) powerfully quiet (নীরব) quietly
rough (অমসৃণ ) roughly regular (নিয়মিত) regularly
robust (জোরালো ) robustly sweet (মিষ্টি) sweetly
strong (শক্তিশালী) strongly sad (দুঃখিত) sadly
useful (প্রয়োজনীয়) usfully weak (দুর্বল) weakly
2. যে সব adjective এর শেষে y থাকে সেখানে ‘y’ উঠিয়ে দিয়ে ily যোগ করে adverb করা হয় ? যেমন–
Adjective Adverb Adjective Adverb
busy (ব্যস্ত) busily dremy ( স্বপ্নালু ) dreamily
drowsy (তন্দ্রাচ্ছন্ন) drowsily easy (সহজ) easily
happy (সুখি) happily heavy (ভারী) heavily
merry (খুশি) merrily pretty (সুন্দর) prettily
ready (প্রস্তুত) readily
3. যে সব adjective এর শেষে e থাকে, সেখানে তুলে দিয়ে y যোগ করে adverb করা হয়। যেমন–
Adjective + y Adverb Adjective + y Adverb
able (সমর্থ) ably credible (বিশ্বাসযোগ্য)credibly
double (দ্বিগুণ) doubly horrible ( ভয়ংকর) horribly
legible (পঠনযোগ্য) legibly lovable (স্নেহের যোগ্য) lovably
manageable (নিয়ন্ত্রযোগ্য) manageably noble (মহৎ) nobly
nimble (চটপটে/ক্ষিপ্র ) nimbly possible (সম্ভব) possibly
probable (সম্ভব) probably pisible (উপহাসযোগ্য) pisibly
simple (সরল) simply single (একক) singly
4 . যে সব adjective এর শেষে II থাকে সেই adjective এর শেষে শুধু y যোগ করে adverb করা হয়। যেমন–
Adjective + y Adverb Adjective + y Adverb
Dull (বোকা) dully full (পূর্ণ ) fully
5. কোন কোন ক্ষেত্রে adjective এর শেষের e উঠিয়ে ly যোগ করে adverb করা হয়। যেমন–
Adjective Adverb Adjective Adverb
due (যথাযথ) duly undue (অন্যান্য) unduly
true (যথার্থ) truly
6. অনেক সময় ic দিয়ে শেষ হওয়া adjective গুলির শেষে ally যোগ করে adverb হয়।
automatic + ally = automatically
economic + ally = economically
historic + ally = historically
thematic + ally = thematically
tragic + ally = tragically
Adverbials
এই adverbial কে তিনটি ভাগে ভাগ করা যায়। যেমন–
1.Adverbial Particles
অনেক সময় কিছু preposition adverb রূপে ব্যবহৃত হয়। একে বলা হয়। যেমন– He is in the office.তিনি অফিসে আছেন। (preposition) May I come in (Adverbial particles)
2.Adverbial phrase
I reached there after the evening. I সন্ধ্যার পর পৌঁছেছিলাম।
3.Adverb clause
Robin met his brother when he was released.যখন মুক্তি পেল তখন রবীন তার ভায়ের সঙ্গে দেখা করল।
Comparison of Adverbs
Adjective এর মত কিছু adverb এরও positive, comparative এবং superlitive হয়। যেমন –
1. Adverb এর পর er যোগে comparative এবং adverb এর পর est যোগে superlative. করা হয়।
Positive comparative superlative
fast (দ্রুত) faster (দ্রুততর) fastest (দ্রুততম)
late (দেবী) later latest
quick (তাড়াতাড়ি) quicker quickest
soon (দ্রুত) sooner soonest
2. যে সব adjective এর পরে ly থাকে তার আগে more বসিয়ে comperative এবং most বসিয়ে superlative করা হয়। যেমন–
Positive comparative superlative
Beautifully more beautifully most beautifully
clearly (পরিস্কারভাবে ) more clearly most clearly
loudly (উচ্চৈস্বরে) more loudly most loudly
rapidly (ক্রমাগতভাবে) more rapidly most rapidly
quickly (দ্রুততার সঙ্গে) more quickly most quickly
swiftly (দ্রুততার সঙ্গে) more swiftly most swiftly
wisely (বুদ্ধিমত্তার সঙ্গে) more wisely most wisely
বাতিক্রম : early-earlier – earliest
এমন কতকগুলি adverb আছে যার comparative ও superlative এসব বাঁধা ধরা নিয়মে হয় না। যেমন–
Positive comparative superlative
badly (খারাপভাবে) better best
far (দূরে ) worse worst
little (ক্ষুদ্র) less least
much (প্রচুর) more most
বিঃ দ্রঃ far, little, much এগুলি adjective এবং adverb দুভাবেই ব্যবহৃত হয়।