কসমেটিক ইনফেকশন– টিপস
➸ এক্সপায়ারি ডেট পেরিয়ে গেলে সেই কসমেটিক ব্যবহার করবেন না।
➸লিপস্টিক ও চোখের প্রসাধনের ব্যাপারে সচেতন থাকুন। যে–কোনও কোম্পানির নয়, ভাল ব্র্যান্ডের প্রডাক্ট ব্যবহার করুন।
➸ভেষজ, কিন্তু সেটা কতটা পরীক্ষিত, সেটা দেখেই কিনুন। এই ধরনের জিনিস দীর্ঘদিনের নামী কোম্পানির কেনাই নিরাপদ।
➸লিপস্টিক ফ্রিজে রাখুন। এমনকী অন্যান্য প্রসাধন এমন জায়গায় রাখুন যাতে তারমধ্যে জীবাণু বাসা বাঁধতে না পারে।
➸ত্বকের প্রকৃতি বুঝেই প্রসাধন ব্যবহার করবেন। হুজুগে মেতে যা ইছা তাই লাগালে ক্ষতির সম্ভাবনা।
➸কসমেটিক নিয়ে এক্সপেরিমেন্ট না করাই ভাল। কোনও প্রডাক্ট থেকে অ্যালার্জি হলে তখনই ব্যবহার বন্ধ করুন।
➸যে–কোনও জিনিস প্রথম ব্যবহার করার আগে কানের পিছনে লাগিয়ে অ্যালার্জি টেস্ট করে নিন
সমাধান
➸নিমপাতার গুঁড়ো ১ ভাগ, কাঁচাহলুদের গুঁড়ো ২ ভাগ ও শুকনো আমলকীর গুঁড়ো ৩ ভাগ মিশিয়ে ১ গ্রাম করে প্রতিদিন খালিপেটে খেলে অ্যালার্জি সারে।
➸দেড় চামচ চন্দন, অর্ধেক চামচ হলুদবাটা ও এক চামচ কমলালেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। মিনিট ১৫ এই প্যাক লাগিয়ে হালকা গরমজল দিয়ে ধুয়ে নিন। তৈলাক্ত ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে।
➸সমান পরিমাণে হলুদ, চন্দনগুঁড়ো ও কয়েক ফোঁটা পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে ব্রণর ওপর ১০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। প্রতিদিন রাতে লাগালে উপকার পাবেন।
➸শুকনো ত্বকে জেল্লা আনতে একটা ডিমের সাদা অংশ, দু’ফোটা অলিভ অয়েল, পাতিলেবুর রস ও গোলাপজল, অল্প হলুদগুঁড়ো মিশিয়ে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
➸সমান পরিমাণে বেসন, হলুদগুঁড়ো, কাঁচাদুধ বা দই মিশিয়ে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। তারপর ভেজা হাতে হালকা মাসাজ করে স্নান করে নিন। সপ্তাহে একদিন এইভাবে স্ক্রাব করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।এই মিশ্রণ লাগাতে পারেন স্ট্রেচড মার্কের ওপরও। প্রতিদিন নিয়ম করে। উপকার পাবেন।