
VOICE CHANGE -বাচ্য পরিবর্তন
Learn about voice change in English grammar, including active and passive voice, how to identify them, and when to use each one. Master the art of changing the voice in your writing to improve clarity and impact.
LESSON – 20
VOICE CHANGE (বাচ্য পরিবর্তন) : কর্তা কখনও কাজটি নিজে করে, আবার কখনও তার দ্বারা কোনও কাজ সম্পন্ন হয় এমনটি প্রকাশ পায়। বাক্যের প্রকাশ ভঙ্গিকে বলে Voice বা বাচ্যান্তর। (Voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been done by it).
এই Voice তিন প্রকার
1) Active Voice, 2) Passive Voice, 3) Quasi Passive Voice
1) Active Voice :– যখন কোন বাক্যে Verb এর পূর্বে object বা কর্ম বসিয়ে কাজটি স্পষ্টভাবে প্রকাশিত হয় তখন তাকে Active Voice বলে যেমন : I love my son. (আমি আমার পুত্রকে ভালোবাসি)।
ACTIVE VOICE (Sub + Verb + Object)
Ram(Subject)Killed(Verb)Ravana(Object)
2) Passive Voice :- যখন কোন বাক্যে কর্তার জায়গায় কর্মকে বসিয়ে বাক্যটি রচনা করা হয় তখন তাকে বলে Passive Voice যেমন : My son is loved by me.
PASSIVE VOICE (Sub + be verb + by (preposition) + Object
Ravana was killed by Ram
মনে রাখবে :-
i) Active Voice কর্তাকে প্রাধান্য দেওয়া হয়।
ii) Passive Voice বাক্যের কাজের উপর বেশি জোর দেওয়া হয়। সেখানে যে কাজটি করে তার প্রাধান্য হ্রাস পায়।
3. Quasi-Passive Voice:-A ripe mango tastes sweet. (পাকা আম খেতে মিষ্টি) এই বাক্যটির ক্রিয়া Active Voice এ থাকলেও বাক্যটির অর্থ কিন্তু Passive এ আছে। কারণ ‘পাকা
আম’ বাক্যের কর্তা হয়েও নিজে কোন কাজ করছে না। কোনও ব্যক্তি আমের স্বাদ গ্রহণ করলেই এর গুণাগুণ বোঝা যাচ্ছে।
RULES FOR CHANGING ACTIVE VOICE INTO PASSIVE
Active Voice থেকে Passive Voice করার নিয়মাবলিঃ-
1. Active Voice -এর Object টি Passive Voice -এ Subject হবে।
2. Active Voice -এর বাক্যটি যে tense হবে be verb এর সেই Tense হবে।
3. মূল Verb-টি সব সময় Past Participle হবে।
4. এর পর by Preposition হবে।
5. তারপর Active Voice -এর Subject-টি Passive Voice এ Object রূপে বসবে।
6. অনেক সময় Active Voice এ দুটি Object থাকে। সে ক্ষেত্রে একটি Object -কে Subject করে অপরটি অপরিবর্তিত রাখতে হয়।
যেমন – My father gave me a pen. (Active)
A pen was given me by my father. (object)
এখানে A pen ও me দুটি object. A pen কে Subject করে me টি অপরিবর্তিত রাখা হয়েছে। এখানে এই ‘me’ object কে Retained Object বলে।
এই sentence-টি এভাবেও passive করা যায়।
I was given a pen by my father.
এখানে me object টিকে subject করা হয়েছে।
Pronoun Subject হলে তার Object কি হবে
Subject | Object | Subject | Object |
I (আমি) | Me (আমাকে) | We (আমরা) | Us (আমাদের) |
You (তুমি) | You (তুমি) | He (সে) | Him (তাকে) |
They (তাহারা) | Them (তাহাদিগকে) | She (সে /স্ত্রী) | Her (তাকে) |
1. Voice Change of Present Indefinite Tense
(Subject + am, is, are + V.P.P. + by + object)
Active : I read the books.(আমি বইগুলি পড়ি)
Passive : The books are read by me.(বইগুলি আমার দ্বারা পঠিত হয়)
Active : Rina sings songs.(রীনা গান গায়)
Passive : Songs are sung by Rina.(রীনার দ্বারা গান গাওয়া হয়)
Active : They love me.(তারা আমাকে ভালোবাসে)
Passive : I am loved by them.(তাদের দ্বারা আমি ভালোবাসা পাই)
Active : I know you.(আমি তোমাকে চিনি
Passive : You are known to me.(তুমি আমার চেনা)
Indefinite Tense – এর Active থেকে Passive করার নিয়ম।
1. প্রথমে বাক্যের Object-টি Subject হবে।
2. এরপর মূল Object অনুযায়ী am, is, are বসবে।
3. এরপর মূল verb-টির Past Participle হবে।
4. এরপর by Preposition বসবে।
5. এরপর Subject-টি Object হবে।
ব্যাতিক্রম : Know verb-এর ক্ষেত্রে ‘by’ preposition -এর পরিবর্তে ‘to’ বসবে।
কোনও কোনও সময় কোন বাক্যে দুটি Object থাকে, সেক্ষেত্রে Active থেকে Passive করতে একটির ব্যবহার হয়, অপরটি অপরিবর্তিত থাকে। যে Object -টি অপরিবর্তিত থাকে সেটি যদি প্রাণিবাচক হয় তাকে ইংরাজীতে Retained Object বলে।
যেমন : He gives me a book. (Active)
A book is given me by him. (Passive)
এখানে me object – টি প্রাণীবাচক বলে সেটি Retained Object.
2. Voice Change of Present Continuous tense
(Subject + am, is, are + being + V. P. P. + by + Object)
Active : Bipul is writing a letter.(বিপুল একটি চিঠি লিখছে)
Passive: A letter is being written by Bipul (বিপুলের দ্বারা একটি চিঠি লেখা হচ্ছে)।
Active : I am reading the Statesman Patrika. (আমি স্টেটস্ম্যান পত্রিকা পড়ছি।)
Passive: The Statesman Patrika is being read by me. (আমার দ্বারা স্টেটসম্যান পত্রিকা পঠিত হয়।)
Present Continuous Tense এর Active থেকে Passive করার নিয়ম।
1. বাক্যের Object টি Subject হবে।
2. Object অনুযায়ী am, is, are বসবে।
3. being বসবে।
4. মূল verb এর Past Participle হবে।
5. by Preposition বসবে।
6. Subject-টি Object হবে।
3. Voice Change of Present Perfect Tense
(Subject + have been/has been + V.P.P.+by+ Object)
Active : I have done out the sum.(আমি অঙ্কটি করেছি।)
Passive : The sum has been done out by me. (আমার দ্বারা অঙ্কটি করা হয়েছে।)
Active :I have bought these books.(আমি এই বইগুলি কিনেছি।)
Passive: These books have been bought by me.(আমার দ্বারা এই বইগুলি ক্রীত হয়েছে।)
Present Perfect Tense এর Active থেকে Passive করার নিয়ম।
1. বাক্যের Object টি Subject হবে।
2. Subject অনুসারে have been বা has been বসবে।
3. মূল Verb-টির Past Participle হবে।
4. এরপর by Preposition বসবে।
5. Subject টি Object হবে।
4. Voice Change of Past Indefinite Tense
(Subject+was/were + V.P.P. + by preposition + Object )
Active: The Headmaster taught English.(প্রধান শিক্ষক মহাশয় ইংরাজী শেখাচ্ছিলেন।)
Passive: English was taught by the Headmaster.(প্রধান শিক্ষক মহাশয়ের দ্বারা ইংরাজী শেখা হচিল।)
Active : We fed them.(আমরা তাদের খাইয়েছিলাম।)
Passive : They were fed by us.(আমাদের দ্বারা তাদের খাওয়ানো হয়েছিল।)
Past Indefinite Tense এর Passive করার নিয়মঃ
1. Sentence-এর Object-টি Subject হবে।
2. Object অনুযায়ী was বা were বসবে।
3. being বসবে।
4. মূল Verb – টির Past Participle হবে।
5. by Preposition হয়ে বসবে।
6. Subject-টি Object হবে।
5. Voice Change of Past Continuous Tense
(Subject + was / were + being + V.P.P.+by+ Object)
Active : I was singing a song.(আমি একটি গান গাইছিলাম।)
Passive : A song was being sung by me.(আমার দ্বারা একটি গান গাওয়া হচ্ছিল।)
Active : The boy was playing football.(বালকটি ফুটবল খেলছিল)
Passive: Football was being played by the boy. (ছেলেটির দ্বারা ফুটবল খেলা হচ্ছিল।)
Past Continuous Tense এর Active থেকে Passive করার নিয়মঃ
1. Sentence-এর Object-টি Subject হবে।
2. Object অনুসারে was বা were বসবে।
3. being
4. মূল Verb – টির Past Participle হবে।
5. by Preposition
6 Subject-টি Object হবে।
6. Voice Change of Past Perfect Tense
(Subject + had been + V.P.P. +by+ Obj.)
Active: Anish had done the sums before he wrote the essay.(রচনাটি লেখার পূর্বে অনিশ অঙ্কগুলি করেছিল।)
Passive: The sums had been done by Anish before he wrote the essay. (রচনাটি লেখার পূর্ব অনিশের দ্বারা অঙ্কগুলি করা হয়েছিল।)
Active: I had called her before Runu wake.(রুনু জেগে ওঠার আগে আমি তাকে ডেকেছিলাম)
Passive: Runu had been called by me before she awake. (রুনু জেগে ওঠার আগে আমার দ্বারা তাকে ডাকা হয়েছিল)।
Past Perfect Tense এর Active থেকে Passive করার নিয়মঃ
1. Sentence-এর Object-টি Subject হবে।
2. এরপর had been বসবে।
3. মূল Verb-টির Past Participle হবে।
4. by Preposition
5. মূল Sentence- এর Subject-টি Object হবে।
7. Voice Change of Future Indefinite tense
(Subject+shall be / will be + V.P.P. +by+ Obj.)
Active: I shall help you.(আমি তোমাকে সাহায্য করব)
Passive : You will be helped by me.(আমার দ্বারা তোমাকে সাহায্য করা হবে)।
Active : The students will do the sums.(ছাত্ররা অঙ্কগুলি কষবে)।
Passive: The sums will he done by the students. (ছাত্রদের দ্বারা অঙ্কটি কষা হবে)।
Future Indefinite tense Active থেকে Passive করার নিয়ম :
1. Sentence-এর Object-টি Subject হবে।
2.Object অনুযায়ী shall be বা will be বসবে।
3.মূল Verb-টির Past Participle হবে।
4. by preposition বসবে।
5.মূল Sentence- এর Subject-টি Object হবে।
বিঃদ্রঃ ইংরাজী ভাষা সাহিত্য Future Continuous Tense -এর Passive Voice এর ব্যবহার নেই বলে এখানে তার উল্লেখ করা হল না ।
8. Voice Change of Future Perfect Tense
(Subject + Shall have been/will have been+V.P.P.+ by +Object.)
Active : I shall have played cricket.(আমি ক্রিকেট খেলে থাকব।)
Passive: Cricket will have been played by me. (আমার দ্বারা ক্রিকেট খেলা হয়ে থাকবে।)
Active: He will have known the incident.(তিনি ঘটনাটি জেনে থাকবেন)
Passive: The incident will have been known to him. (ঘটনাটি তার দ্বারা জানা হয়ে থাকবে।)
Future Perfect Tense এর Active থেকে Passive করার নিয়মঃ
1. Sentence-এর Object-টি Subject হবে।
2.ঐ Object অনুসারে shall have been বা will have been বসবে।
3.মূল Verb -টির Past Participle হবে।
4.by Preposition বসবে।
5. Subject-টি Object হবে।
9. Can/May/Must/Should/Would প্রয়োগে Voice Change
(Subject + Can be + V.P.P. +by+ Object)
Can / May প্রয়োগে
Active : I can do this sum.(আমি অঙ্কটি করতে পারি।)
Passive : This sum can be done by me. (আমার দ্বারা অঙ্কটি করা হতে পারে।)
Active : You may help your friend.(তুমি তোমার বন্ধুকে সাহায্য করতে পার।)
Passive: Your friend may be helped by you.(তোমার দ্বারা তোমার বন্ধুর সাহায্য হতে পারে।)
Must
Active : We must do our duty.(আমরা অবশ্যই আমাদের কর্তব্য পালন করব।)
Passive : Our duty must be done by us.(আমাদের দ্বারা অবশ্যই আমাদের কর্তব্য পালিত হবে)
Active : The police must punish the thief. (পুলিশ অবশ্যই চোরকে শাস্তি দেবে।)
Passive: The thief must he punished by the police. (চোরটি পুলিশ দ্বারা অবশ্যই শাস্তি পাবে।)
Might
Active : He might take the pen.(সে কমলটি নিতে পারত।)
Passive : The pen might be taken by him. (কলমটি তার দ্বারা নেওয়া হতে পারত।)
Active : You might use my room.(তুমি আমার কামরাটি ব্যবহার করতে পার।)
Passive: My room might be used by you.(তোমার দ্বারা আমার কামরাটি ব্যবহৃত হতে পারে।)
Should
Active : We should respect our parents.(আমাদের পিতা-মাতাকে শ্রদ্ধা করা উচিত।)
Passive: Our parents should be respected by us. (আমাদের দ্বারা পিতা-মাতার শ্রদ্ধা পাওয়া উচিত।)
Active : You should read this book.(তোমার এই বইটি পড়া উচিত।)
Passive: This book should be read by you. (তোমার দ্বারা এই বইটি পঠিত হওয়া উচিত।)
Would
Active : I would do physical exercise.(আমি ব্যায়াম চর্চা করতাম)
Passive: Physical exercise would be done by me.(আমার দ্বারা ব্যায়াম করা হত)
- Note : Can, would, should, must, may যুক্ত Sentence এর Passive করার নিয়ম :
1. Object-টি Subject হবে।
2. এরপর Can / May / Might / Must / Should/ would বসবে।
3. be verb বসবে।
4. মূল verb-টির past participle হবে।
5. by preposition বসবে।
6. Object-টি Subject হবে।Passive Voice of Imperative Sentence
অনুজ্ঞাসূচক বাক্যের Passive Voice
(Let + Subject + be + Past Participle.)
Active : Do this.
Passive : Let this be done. (by you উহ্য )
Active : Help the blind.(অন্ধ কে সাহায্য কর)
Passive : Let the blind be helped (by you উহ্য)(অন্ধ কে সাহায্য করা হোক)
Active : Let me do it.(এটা আমাকে করতে দাও)
Passive : Let it be done by me. (আমার দ্বারা এটা করা হোক)Note : Imperative Sentence এর Passive করার নিয়ম :
1. Let দিয়ে বাক্যটি আরম্ভ করতে হবে। না বাচক হলে Let not বসাতে হবে।
2. Object-টি Subject হবে।
3. এরপর be বসবে।
4. মূল Verb-টি past participle হবে।Passive Voice of Interrogative Sentence
(প্রশ্নবোধক বাক্যের Passive Voice)
(Subject + to be or to have / object)
Active : Does he sing songs?(সে কি গান গায় ? )
Passive : Are songs sung by him? (গান কি তার গাওয়া?)
Active : Do you know him? (তুমি কি তাকে জানো ?)
Passive : Is he known to you?(তোমার দ্বারা কি তাকে জানা যায় ?)
Active : Is he writing a letter?(সে কি একটি চিঠি লিখেছে ?)
Passive : Is a letter being written by him? (তার দ্বারা কী একটি চিঠি লিখিত হচ্ছে?
Active : Did you beat him?(তুমি কি তাকে মেরেছিলে ?)
Passive : Was he beaten by you?(তোমার দ্বারা কি সে প্রহৃত হয়েছিল ?)
Active : Shall I eat rice ?(আমি কি ভাত খাব?)
Passive : Will rice be eaten by me? (আমার দ্বারা কী ভাত খাওয়া হবে?)What, Who, Which, Where, How, When যোগে Passive Voice.Active : What do you want ?(তুমি কি চাও ?
Passive : What is wanted by you? (তোমার দ্বারা কি চাওয়া হয় ?)
Active : What did you tell him ? (তুমি তাকে কী বলেছিলে?)
Passive : What was told him by you? (তোমার দ্বারা তাকে কী বলা হয়েছিল ?)
Active : When did you write the letter ? (তুমি কখন চিঠিটি লিখেছিলে?)
Passive: When was the letter written by you? (তোমার দ্বারা কখন চিঠিটি লেখা হয়েছিল?)
Active : Where did you find the book? (তুমি বইটি কোথায় পেলে ? )
Passive : Where was the book found by you? (বইটি তোমার দ্বারা কোথায় পাওয়া গেল ? )
Active : Which book have you selected ? (তুমি কোন বইটি পছন্দ করলে ?)
Passive: Which book has been selected by you? (তোমার দ্বারা কোন বইটি বাছা হোল ?)
Active : How did you open the door ? (তুমি কিভাবে দরজাটি খুললে ?)
Passive: How was the door opened by you? (তোমার দ্বারা কিভাবে দরজাটি খোলা হল)।