
PRONOUN-AND-THEIR- CLASSIFICATION-IN-BENGALI
LESSON 11
PRONOUN AND THEIR CLASSIFICATION
(Pronoun এর শ্রেণিবিভাগ)
Noun এবং noun জাতীয় শব্দের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই pronoun বলে।
A pronoun is a word used instead
of a noun or noun equivalent. JC Nesfield
যেমন–
Rama is good a girl. – রমা একটি ভালো মেয়ে।
She sings well. – সে গান গায়।
রমার পরিবর্তে She শব্দটি ব্যবহৃত হয়েছে। অতএব এই She হল Pronoun, এই pronoun- কে ইংরাজী grammar এ দশভাগে ভাগ করা যায়। যেমন নীচের ছকটি লক্ষ্য কর
1. Personal Pronoun – এই pronoun গুলি ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়। I, we, you, he, she etc.
2. Impersonal Pronoun – এই pronoun গুলি জড়বস্তু বা ইতর পরিবর্তে বসে থাকে। – it, its etc.
3. Possessive Pronoun- এই pronoun গুলির দ্বারা অধিকার বা সম্পর্ক বোঝানো হয়। ours, your’s, his, her, theirs, mine etc.
4. Reflexive Pronoun- এই pronoun এ কর্তা এবং কর্ম একই ব্যক্তিকে বোঝায়। pronoun এর শেষে self যুক্ত হয়। – myself, ourselves, yourself, yours self, himself, herself, themselves.
5. Demonstrative Pronoun- এই pronoun এর দ্বারা কোন noun কে বিশেষভাবে নির্দেশ করা হয়ে থাকে। – this, that, these, those it, its etc.
6. Indefinite Pronoun- এই pronoun গুলি অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। –any, some anyone, someone, none, nobody, any body etc.
7. Distributive Pronoun- এই pronoun গুলির দ্বারা একজাতীয় বা একাধিক ব্যক্তিকে আলাদাভাবে বোঝায়। – each, either, neither etc.
8. Riciprocal Pronoun- এই pronoun এর দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুর one another, each, other etc.
9. Interrogative Pronoun- এই pronoun গুলি প্রশ্ন করতে ব্যবহৃত হয় এবং sentence-who, what, which etc.
10. Relative Pronoun- এই pronoun দুটি বাক্যের মাঝে বসে দুটি সম্পর্ক -whose, whom, that.
মনে রাখবে – my, our, your, his, her, their এবং its pronoun গুলি noun এর পূর্বে adjective এর মত ব্যবহৃত হয় বলে এদের pronominal Adjective বা Possessive Adjective ও বলা হয়। যেমন my pen, your book, our country ইত্যাদি । আবার This pencil is mine, this book is yours. This house is our প্রভৃতি বাক্যে mine, your’s ours কে possessival pronoun বলা হয়। এই জাতীয় pronoun এ r এবং s দুটিই থাকায় এদের Double Possessive pronoun বলা হয়ে থাকে।
বিভিন্ন person এবং case-এ personal pronoun –এর ব্যবহার নিচের ছকটি লক্ষ্য কর।
Person |
Number |
Subject |
Objective |
Possessive |
1st person |
Singular |
I(আমি) |
me (আমাকে) |
my, mine ( আমার ) |
|
Plural |
we (আমার) |
us(আমাদের) |
our, ours. (আমাদিগের) |
2nd Person |
Singular |
you( তুমি ) |
your(তোমাকে) |
your(তোমাকে), |
|
Plural |
you(তোমরা) |
you(তোমাদেকে) |
your(তোমার) |
3rd Person |
Singular |
he, she(সে) |
him, her(তাকে) |
his, her, hers (তার) |
|
Plural |
they (তাহাদের) |
him, her(তাকে) |
their, theirs(তাদের , তাদেরকে ) |
মনে রাখবে— Noun এর মত personal pronoun এর ও কিন্তু number পরিবর্তন হয় আর শুধুমাত্র 3rd person singular number এর ক্ষেত্রে gender ও পরিবর্তন হয়। যেমন—He, him, his Masculine gender এর Femine gender হবে she, her, hers.আবার এর pronoun এরও number পরিবর্তন হয়। যেমন -my self, our selves, yourself, yourselves, him/her self, themselves.
বিভিন্ন pronoun এবং তার বাক্যে প্রয়োগ
আমি চিরদিনই তোকে ভালো ছেলে বলেই জানি। – I have always known you for a good boy.
ইনি আমার নতুন শিক্ষক। – He is my new teacher.
দয়া করে আসন গ্রহণ করুণ। – Please take your seat.
It এর ব্যবহার
(১) ইতর প্রাণীর পরিবর্তে it ব্যবহৃত হয়। যেমন—
কুকুরটি তার প্রভুকে ভালোবাসে। – The dog loves its master.
রামবাবুর একটি বিড়াল আছে এবং সেটি তার খুব অনুগত।-Rambabu has a cat and it is faithful to him.
(২) ছোট শিশুর pronoun (সর্বনাম) হিসাবে It এর ব্যবহার হয়। যেমন –
শিশুটি তার মায়ের জন্য কাঁদছে। – The child is crying for its mother.
এটি সুন্দর শিশু। – It is a nice baby.
(৩) অপ্রাণীবাচক বস্তুর ক্ষেত্রে it ব্যবহৃত হয়। যেমন
এটা কি তোমার ছাতা? এর দাম কত? Is this your umbrella? What is its price?
এটি আমার বই। এর জন্য আমি একশো টাকা খরচ করেছি। This is my book. I have spent hundred rupees for it.
(৪) কোনও কোনও সময় preparatory বা provisional subject রূপে sentence এর প্রথমে it ব্যবহৃত হয়। এই it এর পরে যখন কোন infinitive or clause ব্যবহার করা হয় তখন তাকে introductory or anticipatory it বলে যেমন –
সকালে পায়ে হাঁটা ভালো। – It is good to walk in the morning.
এতদিন পরে তোমাকে দেখে বড় আনন্দ পেলাম। – It is a great delight to see you after such a long time.
(৫) পরবর্তী কোন object এর পরিবর্তে provisional object রূপে it ব্যবহৃত হয়ে থাকে। যেমন–
আমি মনে করি এধরণের আচরণই ঠিক। – I consider it right to behave so.
আমি মনে করি এটি দুর্বলের উপর সবলের অবিচার। – I think it an injustice done by the strong to the weak.
(৬) জোর দেওয়ার জন্যও it এর ব্যবহার হয়ে থাকে। যেমন—
আমিই একাজ করেছি। – It is I who have done this work.
এই সাফল্যের কৃতিত্ব তোমাদেরই। – It is you who are responsible for this success.
(1) Impersonal verb এর subject রূপে it এর ব্যবহার হয়ে থাকে। যেমন–
এখন বৃষ্টি পড়ছে।It is raining now.
এখন গ্রীষ্মকাল। – It is summar.
(৮) এক শ্রেণির cognate object রূপেও it এর ব্যবহার হয়ে থাকে। যেমন—
যদি আমি শেষ পর্যন্ত ছুটতাম তবে জিততাম।—If I had run it to the last I would have won.
আমি শেষ পর্যন্ত লড়ে যাব। – I shall fight it out.
(৯) পূর্ববর্তী কোন clause, pharase বা idea (বোঝাতে কখনও it এর ব্যবহার হয়ে থাকে। যেমন–
সততাই শ্রেষ্ঠ পন্থা, প্রত্যেকেই তা স্বীকার করে।-Honesty is the best policy, everybody admits it.
হাঁটা ভালো ব্যায়াম, তা শরীর তৈরী করে।—To walk is a good exercise, it builds the body.
(১০) অনুক্ত কোন বস্তুর সঙ্গে সম্পর্ক বোঝাতে it এর ব্যবহার হয়ে থাকে। যেমন– দুঃখিত, এব্যাপারে আমার আর কিছু করার নেই।– Sorry, I cannot help it.
(১১) Personal pronoun হিসাবে it এর আরও কিছু ব্যবহার। যেমন–
শিশুটি গভীরভাবে নিদ্রা যাচ্ছে, সংসারের কোন চিন্তাই তার নেই।— The child is sleeping soundly, it is free from the cares of the world
তুমিই তো আমাকে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছিলে। – It is you who assured me to help.
তুমি অন্যায় করেছ, তবুও তুমি তা মানবে না। – You have done wrong and yet you will not admit it.
Possessive pronoun এর ব্যবহার
Possessive pronoun এর দুটি form আছে।
(১) My, they, her, its, our, their এগুলি কোনও noun এর পূর্বে adjec tive এর মতো ব্যবহৃত হয়। তাই এগুলিকে Pronominal Adjective বা Possessive Adjective বলে।
.(২) আবার mine, hers, our, yours, thuss এগুলি pronoun রূপে ব্যবহৃত হয়। এগুলির পরে কোন noun বসে না। এই pronoun গুলিকে possessive pronoun বলে। যেমন–
এই বইটি আমার— This book is mine.
এটি আমার বই।—This is a book of mine.
এই কলমটি তোমার।—This pen is yours.
সে আমাদের একজন বন্ধু – He is a friend of ours.
আবার my our, your, his, her, their এই pronoun গুলি যখন noun এর আগে বসে তখন তাদের possessive বা pronominal adjective বলে। যেমন—
আমার বইটি রীতাকে দাও। –Give my book to Rita.
তার হাতের লেখা খুব পরিস্কার।-His handwriting is very neat.
Demonstrative Pronoun এর ব্যবহার
(১) এটি আমার কলম। This is my pen.
এই বইগুলি ভালো, কিন্তু ঐগুলি ভালো নয়। These books are good but those are not so good.
Note: কাছের কোন ব্যক্তি বা বস্তুকে বোঝাতে this, these এবং দূরের কোন ব্যক্তিকে বোঝাতে that, those ব্যবহৃত হয়।
(২) Sentence এর পরে জোর দেওয়ার জন্যও অনেক সময় this এবং that এর ব্যবহার হয়ে থাকে। যেমন–
সে পরীক্ষা পাশ করেছে এবং ভালোভাবেই করেছে। –He has passed the examination and that too with credit.
তোমাকে কবিতাটি আবৃত্তি করতে হবে এবং উৎসাহের সঙ্গেই তা করতে হবে।– You must recite the poem and this at once.
(৩) কোনও কোনও সময়ে Demonostrative pronoun the same হিসাবে ব্যবহৃত হয়। যেমন–
সুব্রত যা করবে শোভনও তা করবে।-Subrata will do the same as Shovan.
তোমার যা আছে আমিও তা পাব।-I shall have the same as you.
(4) Say, think প্রভৃতি verb এর পরেও অনেক সময় so demonstrative pronoun হিসাবে ব্যবহৃত হয়। যেমন–
বৃষ্টি হবে? আমিও তাই ভাবছি। – Will it rain? I think so.
যখন আমাকে জিজ্ঞাসা করা হল আমি তাই বললাম– When I was asked I said so.
Reflexive Pronoun এর ব্যহার
বাংলায় নিজে নিজেই, স্বয়ং আপনা আপনি বোঝাতে Reflexive pronoun এর ব্যবহার হয়। যেমন—
তুমি নিজেকেই বাতাস কর। – You fans yourself.
আমাদের নিজেদেরকেই সাহায্য করা উচিত – We should help ourselves.
পরের অনিষ্ট করতে গিয়ে তুমি নিজেরই সর্বনাশ করেছ।— You have ruined your self in trying to harm others.
Interrogative Pronoun এর ব্যবহার
আমার বইটা কে নিয়েছে? – Who has taken my book?
গত পরীক্ষায় তোমাদের মধ্যে কে প্রথম হয়েছে? – Which of you stood first in the last examination?
তুমি কি চাও? – What do you want?
(১) Who শুধু ব্যক্তির পরিবর্তে অনির্দিষ্টভাবে ব্যবহৃত হয় ৷
যেমন– এখানে কে আসে? Who comes here ?
(২) Which অনেক ব্যক্তির মধ্যে বেছে নিতে এবং বস্তুর পরিবর্তে বসে।
যেমন– তুমি কোন ঋতুটি সবচেয়ে বেশি পছন্দ কর? – Which of the seasons do you like most?
(৩) What বস্তুর পরিবর্তে এবং বৃত্তি বোঝাতে ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয় ।
যেমন— What is this? – এটা কি?
What is your father?- তোমার বাবা কি করেন?
Whose ও Which এর ব্যবহার
Whose book did you read? – তুমি কার বইটা পড়েছিলে?
Which house have you bought? – তুমি কোন বাড়িটি কিনেছো?
অনেক সময় কেন অর্থে what for ব্যবহৃত হয়। যেমন—
সে কেন ঐ কাজটি করল? – What did he do that for?
Relative Pronoun এর ব্যবহার
যে pronoun কোন noun বা pronoun কে নির্দেশ করে এবং দুটি sentence কে যুক্ত করে তাকে Relative Pronoun বলে। who, which, what, that এগুলি Relative Pronoun রূপে ব্যবহৃত হয়। যেমন—
Who শুধুমাত্র ব্যক্তি নির্দেশ করতেই ব্যবহৃত হয়,অচেতন বস্তু বা ইতর প্রাণীকে নির্দেশ করে না। যেমন –
গতকাল যে লকটি তোমার কাছে এসেছিলেন তিনি আমাকে এ সম্পর্কে অবহিত করেছিলেন। The man who come to you yesterday informed me of this.
Which ইতর প্রাণী, অচেতন বস্তু ও শিশুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়।
যেমন–এটিই সেই কলম যেটি আমি হারিয়াছিলাম। -This is the pen which I lost
এটিই সেই শিশু যাকে ক্রন্দনরত আবস্থায় পওয়া গিয়াছিল। – This is the child which which was found crying.
That ব্যক্তি-বস্তু, singular-pluralউভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়, যেমন
যা কিছু চক চক করে তাইই সনা হয় না। All that glitters is not gold.
What শুধু বস্তুকে নির্দেশ করতেই ব্যবহৃত হয়। Whatকে that, which ও বঝায়। তাই তাকে Compound Relative বলে। যেমন –
যা করা হয়েছে তা প্রত্যাহার করা যাবে না।- What is done cannot be undone.
তিনি যা বলেন শোন।-Listen to what he says.
Who Which, What এর পরে ever, sover যোগ করেও compound relative pronoun গঠন করা হয় যেমন,
যিনি বা যে কেউ এখানে আসবে তাকে স্বাগত জানানো হবে– Who ever or whoseever will come here will be welcomed?
তুমি যে কোনটাই পছন্দমত নিতে পার। – You may take whichever or Whichsover you like.
আমি তমাকে যাইই দিই না কেন তুমি তাই নাও।-You take whatsover I give you.
কোন কোনও সময় But relative pronounরূপে ব্যবহৃত হয়। তখন তা That do/does not বা who do/does not বঝায় তাই but কে negative relative pronounবলে। যেমন-
এখানে এমন কেউ নেই যে, তোমার মঙ্গল চায় না।– There is none here but (who do not) want your good.
খুব কম পাখি আছে যারা ওড়ে না। There are few birds but (that do not) fly.
As সব সময়ই such, the same as, so প্রভৃতির পরে relative pronoun রূপে ব্যবহৃত হয়। যেমন-
কাগজটি দুধের মত সাদা। – The paper as white as milk.
বইয়ের মত উপযোগী আর কিছু নেই। Nothing is so useful as a book.
আমার সমস্যা তোমার মতই।– My problem is the same as yours.
কিভাবে দুটি sentence কে Relative Pronoun যুক্ত করে।
Who দ্বারা যুক্ত sentence
(b) সে প্রথম পুরস্কার পেল– He got the first prize.
(c) যে ছেলেটি প্রথম পুরস্কার পেল সে আমার বন্ধু।– The boy who got the first prize is my friend.
(b)সে সুন্দর একটি কবিতা লিখেছে।- He has written a good peotry.
(c) যে ছেলেটি একটি সুন্দর কবিতা লিখেছে তাকে আমি চিনি।—I know the boy
who has written a good peotry.
Which কিভাবে দুটি sentence কে যুক্ত করে
(b)শিশুটি কাঁদছিল।-The baby was crying.
(c)এই সেই শিশু যে কাঁদছিল। -This is the baby which was crying.
That কিভাবে দুটি sentence কে যুক্ত করে।
(b) আমি তাকে গতকাল দেখেছিলাম।—I saw him yesterday.
(c) এই সেই বালক যাকে আমি গতকাল দেখেছিলাম। – This is the boy that l
saw yesterday.
What কিভাবে দুটি sentence কে যুক্ত করে।
1. (a)তুমি কিছু বললে – You said something.
(b)আমি তা শুনতে পেলাম না-I could not hear that.
(c) তুমি যা বললে আমি তা শুনতে পেলাম না। – I could not hear what you said.
Indefinite Pronoun এর ব্যবহার
One, none, some, any, many, every, one, no one, any body, all, one another প্রভৃতি।
প্রত্যেকের নিজের কাজ নিজেই করা উচিত – One should do ones duty.
এদের মধ্যে কেউই সভায় যোগ দেয়নি। – None of them attended the meeting.
কেউ কেউ বলে তিনি ভালো লোক । Some body said that he is a goodman.
বইগুলি যে কোন একটি হলেই চলবে।-Any of the books will do.
অনেকেই তাকে দেখেছিল। – Many men saw him.
প্রত্যেকেই তার প্রশংসা করেছিল।– Every one praised him.
যে কেউ এই কাজটি করতে পারে। –Anybody can do this work.
Distributive Pronoun
Each, either, neither, everyone প্রভৃতি pronoun Distributive Pronoun বলে। যেমন—
ছেলেগুলির প্রত্যেকের একটি করে মোবাইল আছে। Each of the boys have a mobile.
দুটি বইয়ের একটি হলেই কাজ চলবে। Either of the two books will do.
দুটি বালকের কেউই সুন্দর নয়। Neither of the two boys is beautiful.
তাদের প্রত্যেকেই তোমাকে সমর্থন করবে। – Everyone of them will support you.
Pronoun এর ব্যবহার সম্পর্কে মনে রাখার বিষয় ।
.(1) যখন দুটি বা ততোধিক singular noun কে and দ্বারা যুক্ত করা হয় তখন, তাদের দ্বারা ব্যবহৃত pronoun টি plural হবে। যেমন—
রমা, রেবা ও শোভা একই স্কুলের ছাত্রী, তারা একসঙ্গে স্কুলে যায়।Rama, Reba and Shova are students of the same school. They go to school together.
রবি ও শিবু তাদের বই আনেনি। Rabi and shibu have not brought their books.
(2) কিন্তু যখন and এর দ্বারা সংযুক্ত singular noun গুলি একই লোককে বোঝায় তখন তার স্থানে ব্যবহৃত pronoun টি অবশ্যই singular হবে। যেমন–
তিনি পার্টির সভাপতি ও সম্পাদক। – He is the president and secretary of the party.
(3) কিন্তু যদি দুটি noun এর পূর্বে the ব্যবহার করা হয় এবং তাদের দ্বারা দুটি ব্যক্তিকে বোঝানো হয়। সেক্ষেত্রে pronoun টি plural হবে। যেমন–
নাটকটির লেখক ও অভিনেতার আলাদা মত আছে। -The author and the main actor of the play have their different views.
(4)যখন একাধিক singular noun কে and দ্বারা যোগ করা হলেও প্রত্যেক noun এর পূর্বে each বা every ব্যবহার করা হয়। তখন তাদের জায়গায় ব্যবহ pronoun টি singular হবে। যেমন—
প্রত্যেক শিক্ষক ও প্রতিটি ছাত্র তাদের দায়িত্ব পালন করেছিল।— Each teacher an each student discharged his duty.
(5)যখন দুই বা ততোধিক singular noun কেor বা nor বা either-or, neither-nor এর দ্বারা যুক্ত করা হয়, তখন তাদের পরে ব্যবহৃত pronoun টি singularহয়। যেমন–
হল্যান্ড বা স্পেন বিশ্বকাপ জিতবে। Either Holands or Spain won the world Cup.
ভারত ও পাকিস্তান কেউই তার দায়িত্ব পালন করেনি।Neither India nor Pakisthan discharged its responsibilities.
(6) যখন একটি singular noun কে একটি plural noun এর সঙ্গে or বা and দিয়ে যুক্ত করা হয়। তখন তার পরে pronoun টি plural হবে। যেমন—
একজনমাত্র শিক্ষক ও বারো জন ছাত্র তাদের প্রাপ্য পেয়েছে।—Only one teacher and twelve students have received their dues.
Short Forms of Pronoun and Verb
I am-I’m We are- we’re
you are— you’re he is– he’s
they are- they’re I shall/will- I’ll
we shall/will- we’ll you will-you’ll
she is-she’s he will-he’ll
she will-she’ll they will–they’ll
I have – I’ve we have- we’ve
you have-you’ve he has he’s
she has- she’s that is-that’s
It is – it’s they have-they’ve