উপপাদ্য 26 (Theorem 26)
বিবৃতি (Statement)
তিন বা ততোধিক সমান্তরাল সরলরেখা কোন ছেদক হইতে সমান সমান অংশ ছিন্ন করিলে উহারা অপর যে কোন ছেদক হইতেও সমান সমান অংশ ছিন্ন করিবে।
[If three or more parallel straight lines make equal intercepts on any transversal, they make equal intercepts on any other transversal.]

AB, CD ও EF সমান্তরাল সরলরেখা PQR ছেদক হইতে PQ ও QR দুইটি সমান অংশ ছিন্ন করিয়াছে এবং XYZ ছেদক হইতে XY ও YZ দুইটি অংশ ছিন্ন করিয়া।
প্রমাণ করিতে হইবে যে, XY = YZ
অঙ্কন। Y বিন্দু দিয়া PQR এর সমান্তরাল GYH সরলরেখা টান; উহা যেন AB ও EF এর সহিত যথাক্রমে G ও H বিন্দুতে মিলিত হইল।
প্রমাণ। PQYG একটি সামান্তরিক, ∴ PQ = GY
এইরূপ, QRHY একটি সামান্তরিক, ∴ QR = YH
কিন্তু PQ = QR, ∴ GY = YH
আবার, AB || EF এবং GYH উহাদের সহিত মিলিত হইয়াছে,
∴ ∠XGY = একান্তর ∠YHZ (উপ. 3)
অতএব, YXG ও YZH ত্রিভুজ দুইটির
GY = YH,
∠XGY = ∠YHZ এবং ∠XYG = বিপ্রতীপ ∠ZYH;
∴ ত্রিভুজ দুইটি সর্বসম, (স্বতঃ 6)
∴ XY = YZ
অনুসিদ্ধান্ত : কোন ত্রিভুজের ভূমির সহিত সমান্তরাল করিয়া অঙ্কিত কতকগুলির সরলরেখা যদি ত্রিভুজটির এক বাহুকে কতিপয় সমান অংশে বিভক্ত করে, তবে উহারা অপর বাহুটিকেও তুল্যসংখ্যক সমান অংশে বিভক্ত করিবে।
ABC ত্রিভুজের BC ভূমির সহিত সমান্তরাল করিয়া অঙ্কিত Pp, Qq ও Rr সরলরেখাগুলি AB বাহুকে সমান চারি অংশে বিভক্ত করিয়াছে।
প্রমাণ করিতে হইবে যে, উহারা AC কে p, q ও r বিন্দুগুলিতে সমান চারি অংশে বিভক্ত করিবে।
অঙ্কন। A বিন্দু হইতে BC-এর সমান্তরাল AO সরলরেখা টান।
প্রমাণ। AO, Pp, Qq, Rr ও BC সরলরেখা এবং উহারা AB-ছেদককে সমান চারি অংশে বিভক্ত করিয়াছে; অতএব উহারা AC-ছেদককেও সমান চারি অংশে বিভক্ত করে (উপ. 26)।
মন্তব্য। উল্লেখিত অঙ্কানুসারে Pp1, Qq1 ও Rr1 কে BC-এর আশ্রয়রূপে প্রকাশ করা যাইতে পারে।
P,q, ও r হইতে AB-এর সমান্তরাল করিয়া BC পর্যন্ত pp1, qq1 ও rr1 সরলরেখাগুলি টান। তাহা হইলে AC সমান চারি অংশে বিভক্ত হইয়াছে বলিয়া BC-ও সমান চারি অংশে বিভক্ত হইয়াছে।
∴ Bp1 = 14 BC; Bq1 = 24 BC; Br1 = 34 BC
কিন্তু PBp1p একটি সামান্তরিক; ∴ Pp = Bp1 = 14 BC;
এইরূপ, Qq = Bq1 = 24 BC; Rr = Br1 = 34 BC
এইরূপ, সমান্তরাল সরলরেখাগুলি যদি AB কে সমান n অংশে বিভক্ত করে, তবে
Pp = 1nBC; Qq = 2nBC; Rr = 3nBC; ইত্যাদি।
লম্ব অভিক্ষেপ

111 AB সরলরেখার A ও B প্রান্তদ্বয় হইতে CD সরলরেখার উপর AE ও BF লম্ব টানিলে EF কে CD-র উপর AB-র লম্ব অভিক্ষেপ (Orthogonal projection) বলে।
উপপাদ্য 27 (Theorem 27)
বিবৃতি (Statement):
ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু দিয়া অপর এক বাহুর সহিত সমান্তরাল করিয়া সরলরেখা টানিলে উহা তৃতীয় বাহুকে সমদ্বিখন্ডিত করে।
[The straight line drawn through the middle point of one side of a triangle parallel to another side bisects the
third side.]

ABC ত্রিভুজের AB বাহুর D মধ্যবিন্দু। BCর সহিত সমান্তরাল করিয়া অঙ্কিত DE সরলরেখা AC কে E বিন্দুতে ছেদ করিয়াছে।
প্রমাণ করিতে হইবে যে, AE = EC
অঙ্কন। E দিয়া ABর সহিত সমান্তরাল করিয়া EF সরলরেখা টান। উহা যেন BCর সহিত F বিন্দুতে মিলিত হইল।
প্রমাণ। AB ও EF সমান্তরাল এবং AC উহাদের সহিত মিলিত হইয়াছে,
∴ ∠DAE = অনুরূপ ∠FEC। (উপ. 3)
আবার, DE ও BC সমান্তরাল এবং AC উহাদের সহিত মিলিত হইয়াছে,
∴ ∠AED = অনুরূপ ∠ECF। (উপ. 3)
আবার, ∴ AD = DB (কল্পনা)
এবং DB = EF (সামান্তরিকের বিপরীত বাহু)
∴ AD = EF।
অতএব, ADE ও EFC ত্রিভুজ দুইটির
∠DAE = ∠FEC,
∠AED = ∠ECF
এবং AD = EF;
∴ ত্রিভুজ দুইটি সর্বসম। (স্বতঃ 6)
∴ AE = EC
উপপাদ্য 28 (Theorem 28)
বিবৃতি (Statement):
ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক।
[ The straight line joining the middle points of two sides of a triangle is parallel to the third side and equal to half of it. ]

ABC ত্রিভুজে D ও E যথাক্রমে AB ও ACর মধ্যবিন্দু; DE উহাদের সংযোগক সরলরেখা।
প্রমাণ করিতে হইবে যে,
DE || BC এবং DE = 12BC
অঙ্কন। DE কে বর্ধিত করিয়া বর্ধিতাংশ হইতে DEর সমান করিয়া EF লও। CF যোগ কর।
প্রমাণ। AED ও CEF ত্রিভুজদ্বয়ের
AE = EC, (কল্পনা)
DE = EF (অঙ্কন)
এবং ∠AED = বিপ্রতীপ ∠CEF;
∴ ত্রিভুজদ্বয় সর্বসম। (স্বতঃ 5)
∴ AD = FC, এবং ∠EAD = ∠ECF;
কিন্তু ইহারা একান্তর কোণ,
∴ AD || FC, অর্থাৎ DB || FC (উপ. 2)
আবার, DB = AD (কল্পনা)
এবং AD = FC; (প্রমাণিত)
∴ DB = FC
∴ DB ও FC সমান ও সমান্তরাল;
∴ DBCF একটি সামান্তরিক। (উপ. 24)
∴ DE || BC এবং DE = 12DF = 12BC
অনুশীলনী 58
[উপ. 26-28 বিষয়ক ]
1. ত্রিভুজের শীর্ষ হইতে ভূমি পর্যন্ত অঙ্কিত সরলরেখা অপর দুই বাহুর মধ্যবিন্দুদ্বয় সংযোগক সরলরেখা দ্বারা সমদ্বিখন্ডিত হয়। [ উপ. 27 এবং 28 এর সাহায্যে প্রমাণ কর।]
2. ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগক সরলরেখা (1) ত্রিভুজকে 1 ও 3 এর অনুপাতে বিভক্ত করে এবং (2) উহা ও তৃতীয় বাহুর সমদ্বিখন্ডক মধ্যমা পরস্পরকে সমদ্বিখন্ডিত করে।
ABC ত্রিভুজের D, E ও F যথাক্রমে AB, BC ও ACর মধ্যবিন্দু এবং DF ও AEর O ছেদবিন্দু। ED, EF যোগ কর।
প্রমাণ। (1) AD ও FE পরস্পর সমান ও সমান্তরাল (উপ. 28),
∴ ADEF একটি সামান্তরিক (উপ. 24); ∴ △DEF ≅ △DAF (উপ. 20)।
এইরূপ △DEF ≅ △DBE
এবং △DEF ≅ △FCE;
∴ △DAF : চতুর্ভুজ DBCF = 1 : 3
(2) AE ও DF, ADEF সামান্তরিকের কর্ণ বলিয়া উহারা পরস্পরকে O বিন্দুতে সমদ্বিখন্ডিত করিয়াছে (উপ. 21)।
3. ত্রিভুজের বাহুত্রয়ের মধ্যবিন্দুগুলি যোগ করিলে তিনটি সামান্তরিক এবং চারিটি সর্বসম ত্রিভুজ উৎপন্ন হয়।
4) সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হইতে অতিভুজের মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখা অতিভুজের অর্ধেক।
[ The straight line joining the middle point of the hypotenuse of a right-angled triangle to the right angle is half the
hypotenuse.]
ABC ত্রিভুজ B সমকোণ এবং D, ACর মধ্যবিন্দু।
প্রমাণ করিতে হইবে যে, BD = 12AC
D ও BCর মধ্যবিন্দু E যোগ কর।
প্রমাণ। AB || DE (উপ. 28)
∴∠DEC = অনুরূপ ∠ABE = 1 সমকোণ;
∴ ∠DEB = 1 সমকোণ। △DEB ≅ △DEC; (স্বতঃ 5)
∴ BD = DC = 12AC
5. সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ অপরটির দ্বিগুণ হইলে, অতিভুজ ক্ষুদ্রতর বাহুর দ্বিগুণ হইবে।
ABC ত্রিভুজ (প্রশ্ন 4 এর চিত্র) ∠B সমকোণ, ∠A = 60°, ∠C = 30°, AB সূক্ষ্মতম বাহু এবং D, ACর মধ্যবিন্দু।
প্রমাণ। BD = ½AC (প্রশ্ন 4) = AD; ∴∠ABD = ∠A = 60°;
∴ তৃতীয় ∠ADB = 60°; ∴ AD = AB; AC = 2AD = 2AB
6. কোন চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলি ক্রমান্বয়ে যোগ করিলে একটি সামান্তরিক উৎপন্ন হইবে এবং উহার বাহুসমষ্টি ঐ চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টির সমান হইবে।
ABCD চতুর্ভুজের E, F, G, H যথাক্রমে AB, BC, CD, DAর মধ্যবিন্দু। EF, FG, GH, EH, AC, BD যোগ কর।
প্রমাণ। ∵ EH || BD || FG এবং
EH = ½BD = FG (উপ. 28)
∴ EFGH একটি সামান্তরিক
এবং EF + FG + GH + EH = ½AC + ½BD + ½AC + ½BD = AC + BD ।
7. চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোগক সরলরেখাদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে।
[ প্রশ্ন 6 এর চিত্রে EG ও HF যোগ কর।
প্রমাণ। EFGH একটি সামান্তরিক (প্রশ্ন 6) এর EG ও HF উহার দুই কর্ণ। ∴ EG ও HF পরস্পরকে সমদ্বিখন্ডিত করে (উপ. 21) ]
8. ABCD একটি সামান্তরিক এবং E ও F যথাক্রমে AD ও BCর মধ্যবিন্দু। প্রমাণ কর যে, EC এবং AF, BD কে সমান তিন অংশে বিভক্ত করে। [উপ. 27 এর সাহায্যে প্রমাণ কর।]
9. সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির যে কোন বিন্দু হইতে অপর দুই বাহুর উপর পতিত লম্বদ্বয়ের সমষ্টি, ভূমির এক প্রান্ত হইতে বিপরীত বাহুর উপর পতিত লম্বের সমান।
10. সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ যে কোন বিন্দু হইতে বাহুগুলির উপর পতিত লম্বদ্বয়ের সমষ্টি, যে কোন কৌণিক বিন্দু হইতে বিপরীত বাহুর উপর পতিত লম্বের সমান এবং ঐ সমষ্টি নিয়ত সমান (constant)।
11. ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুদ্বয়ের সংযোগক সরলরেখা
(1) সমান্তরাল বাহুদ্বয়ের সহিত সমান্তরাল,
(2) কর্ণদ্বয়ের সমদ্বিখন্ডক এবং
(3) সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির অর্ধেক।
ABCD ট্রাপিজিয়াম AB ও DC সমান্তরাল বাহু এবং XY উহাদের মধ্যবিন্দুদ্বয় সংযোগক সরলরেখা।
Y দিয়া ABর সমান্তরাল EF টান; উহা যেন BC ও E বিন্দুতে এবং বর্ধিত AD কে F বিন্দুতে ছেদ করিল।
এখন, (1) ∵ ABEF একটি সামান্তরিক, ∴ AB = FE
এবং ∵ △DYF ≅ △CYE (স্বতঃ 6),
∴ FY = YE; এবং ∴ AX || FY, ∴ XY || AD (উপ. 24)
এবং, XY || BC।
(2) ∵ X, ABর মধ্যবিন্দু এবং XY || BC,
∴XY, AC কে সমদ্বিখন্ডিত করে (উপ. 27)।
এবং XY, BD কে সমদ্বিখন্ডিত করে।
(3) XY = ½(AF + BE) = ½(AD + BC) (∵ DF = EC) ]
12. ABCD একটি ত্রিভুজদ্বয়ের বাহুদ্বয় কোণ সমান্তরাল উহার AP, BQ, CR ও DS লম্ব টান হইল। প্রমাণ কর যে, AP + CR = BQ + DS
13. AB একটি সরলরেখা O মধ্যবিন্দু। A, B ও O হইতে অপর একটি সরলরেখা PQR উপর যথাক্রমে AL, BM ও ON লম্ব টানা হইল। প্রমাণ কর যে, (1) যদি A ও B, PQর একই পার্শ্বে থাকে, তবে ON = ½(AL + BM) এবং (2) যদি A ও B, PQR বিপরীত পার্শ্বে থাকে, তবে ON = ½(AL – BM)
14. কোন সরলরেখার উপর দুইটি সমান ও সমান্তরাল সরলরেখার লম্ব অধিঃক্ষেপণ পরস্পর সমান।