
MORE-ABOUT-VERBS-AND-MODALS-IN-BENGALI
LESSON-14 – Verbs and Modals
VERBS AND MODALS
More about Verbs and Modals
Applications of Verbs and Modals
Explanation of Verbs and Modals in Bengali
A verb is a word used for saying something about a person and thing, (Verb এমন একটি শব্দ যা কোন ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কিছু বলার জন্য ব্যবহৃত হয়।) (J.C. Nesfield , Verbs and Modals)
A verb is a word that tells or assents something about person or thing. (Verb এমন শব্দ যা কোন ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কিছু বলে।) Wren & Martin , Verbs and Modals
Kinds of Verbs
Verb এর শ্রেণিবিভাগ
Verb কে চারটি পৃথক শ্রেনিতে ভাগ করা হয়ে থাকে।
যেমনঃ
1. Principal (প্রধান ক্রিয়া) Auxiliary (সাহায্যকারী ক্রিয়া)
2. Transitive (সকর্মক ক্রিয়া) Intransitive (অকর্মক ক্রিয়া)
3. Finite (সমাপিকা ক্রিয়া) None finite (অসমাপিকা ক্রিয়া)
4. State (অবস্থান ধর্মী ক্রিয়া) Event (ঘটনাধর্মী ক্রিয়া)
1. Principal verb হল সেই verb যা অন্য কোন verb এর সাহায্য ছাড়াই স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে থাকে।
যেমনঃ
He is a teacher.- তিনি একজন শিক্ষক।
I have a dog. – আমার একটা কুকুর আছে।
এখানে is, have প্রভৃতি verb দুটিতে কোনরূপ অন্য verb এর সাহায্য নিতে হয়নি।
যেমনঃ
Gita does not go to school. – গীতা স্কুলে যায় না ।
Mita will sing a song. – মীতা একটি গান গাইবে।
Shuvo has come to school. – শুভ স্কুলে এসেছে।
এখানে go verb এর পূর্বে does, sing এর পূর্বে will, come এর পূর্বে has verb এর সাহায্য নিতে হয়েছে। এগুলি হল Auxiliary verb বা Helping verb.
তাহলে Auxiliary বা Helping verb কাকে বলে?
যে verb গুলি বাক্য গঠনের ক্ষেত্রে principal verb কে সাহায্য করে অর্থাৎ সেইগুলি ছাড়া verb সম্পূর্ণ হয় না। তাকে Auxiliary verb বলে be, is, am, are, was, were, been, have, has, had a Auxiliary verb.
এই Auxiliary verb কে আবার দুভাগে ভাগ করা হয়। যেমন– Primary Auxiliary এবং
Modal Auxiliary.
Primary Auxiliary verb হল Be – am, is, are, have have, has, had, having, do, does, did.
Modal Auxiliary হল– shall, should, can, could, will, would, may, might, must, need, used (to) ought(to)
Primary Auxiliary বা Tense Auxiliary এর ব্যবহার
Helping verb + principal verb (be, have, do, modal) + (present, + ing, past participle)
To be:
আমি একটি চিঠি লিখছি। I am writing a letter.
সে অঙ্কটি করছে।– He is doing the sum.
সে ভাত খাচ্ছিল। – He was eating rice.
আমি এই কাজটি করবো। – I shall do this work.
Note: এই to be আবার principal verb রূপেও ব্যবহৃত হয় ৷
যেমনঃ
He is a good boy – সে ভালো ছেলে।
I am happy – আমি সুখি ।
To have
Present perfect tense এ have auxiliary verb রূপে ব্যবহৃত হয় ।
যেমনঃ
I have gone home. – আমি বাড়ি গিয়েছি।
The train had left before I reached the station.- আমি স্টেশনে পৌছাবার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল।
Note: এই have Auxiliary verb টি আবার principal verb হিসাবেও ব্যবহৃত হয়।
যেমনঃ
We have a cow. – আমাদের একটি গরু আছে।
He had a dog. – তার একটি কুকুর ছিল।
To Do
Do I go? – আমি কি যাই ?
Does he go? – সে কি যায় ?
Did he go there? – সে কি সেখানে গিয়েছিল?
Note: এই Do আবার Principal verb রূপে ব্যবহৃত হয় ।
যেমন:
I do my home work daily. – আমি প্রতিদিন আমার বাড়ির কাজ করি ।
They do this work sincerely. – তারা দায়িত্ব নিয়ে কাজটি করেছিল।
Modal Auxiliaries –এর ব্যবহার
যেমনঃ
He can swim. – সে সাঁতার কাটতে পার
Will you go to school? – তুমি কি স্কুলে যাবে?
He may come here today. – তার আজ এখানে আসার সম্ভাবনা আছে।
Auxiliary verb হিসাবে go verb-এর বিশেষ ব্যবহার ।
যেমনঃ
I am to go to office at 10am- আমাকে দশটার সময় অফিসে যেতে হবে।
I am to meet him at the station. – আমি তার সঙ্গে স্টেশনে দেখা করব।
He is to leave to Kolkata tomorrow. – সে কাল কলকাতায় যাবে।
The chief minister is to unveil Netaji’s Statue.- মূখ্যমন্ত্রী নেতাজির মূর্তির আবরণ উন্মোচন করবেন।
You are to go to the market at once.– তোমাকে এখন বাজারে যেতে হবে
The door has opened on time. – দরজাটি ঠিক সময় খোলা হয়েছিল।
I shall be inform of my arrival in home. – আমি বাড়ি পৌঁছে খবর দেব।
Auxiliary verb হিসাবে have –এর বিশেষ ব্যবহার ।
আমাকে ভোর ছটায় উঠতে হবে – I have to get up at 6 in the morning.
যত শীঘ্র সম্ভব তোমাকে তার সঙ্গে দেখা করতে হবে। You have to meet him
soon as possible.
Note: বাধ্যবাধকতা বোঝাবার জন্য have verb এর ব্যবহার হয় আর verb এর infinite Form এ to বসাতে হয় ।
Auxiliary verb হিসাবে Do –এর বিশেষ ব্যবহার
শিশুরা মিষ্টি ভালোবাসে, আমিও বাসি – Children like sweet, So do I.
তুমি কি আমাকে চিনতে পারছো? না, পারছি না – Do you recognize me? No l do not.
তার বক্তৃতা আমার মনে রেখাপাত করেছিল। His speech did impress me.
কোন বাক্যের বক্তব্যকে গুরুত্ব দেবার জন্য অনেক সময় do এর ব্যবহার হয়। অনেক সময় অনুরোধ বা আমান্ত্রণকে আরও জোরালো করে প্রকাশ করার জন্য। Do auxiliary verb –এর ব্যবহার হয়। যেমন
জীবনে উন্নতি করতে চাও তো সৎ হও – Do be honest, if you want to prosper in life.
দয়া করে চুপ করুন। – Please do be silent.
Modal Auxiliary verb এর বিশেষ ব্যবহার
Shall/will
Wh + Will/shall + Verb + Rest
নেবে, নেব, খাবে, যাবে, হবে—
কে এই দায়িত্ব নেবে? Who will take this responsibility?
আমি কি বইটি নেব? Shall I take the book?
তুমি কি আজ আমাদের সঙ্গে চা খাবে? Will you take your tea with us today?
May/might সম্ভাবনা অর্থে
May + Sub +Rest
পারি, পার, পারতে, পারত
আমি কি আসতে পারি? – May I come in?
তুমি যেতে পার। – You may go.
আর একটু চেষ্টা করলেই তুমি কৃতকার্য হতে পারতে। – You might have succeeded if you had tried a little harder.
সে আহত হতে পারত। – He might have been heart.
অনুমতি অর্থে
You + May / Might + Rest
আসতে পারি, যেতে পারি, করতে পারি, পূর্ণ হোক, সহায় হোক।
তুমি ভিতরে আসতে পার। — You may come in.
এখন তুমি বাড়ি যেতে পার। — You may go home now.
তুমি আমার কলমটি ব্যবহার করতে পার।— You might use my pen.
তোমার ইচ্ছে পূর্ণ হোক। – May thy wish be fulfilled.
ভগবান তোমার সহায় হোক। – May god help you.
Can/could সামর্থ অর্থে
I/You/he+ Con/could + Rest
পারি, পারি না, পারলাম না, পারল না।
আমি লিখতে পারি। -I can write.
তুমি হাঁটতে পার না।–You can not walk.
আমি এ অপমান সহ্য করতে পারলাম না। – I could not stand such insult.
সে এতই দুর্বল ছিল যে হাঁটতে পারল না। — He was so weak that he could not walk.
সৌজন্য প্রকাশের উদ্দেশ্যে
Could you /Verb + Rest
দিতে পার? দিতে পারবেন কি ?
তোমার কলমটি কি আমায় কিছু সময়ের জন্য ধার দিতে পার? Could you lend me
your pen some time.
আপনি আমার অফিসে আসতে পারবেন কি? Could you come to my office?
Must
নিশ্চয়তা, দৃঢ়সংকল্প, বাধ্যতা এবং অনুমান অর্থে must auxiliary verb এর ব্যবহার হয়।
অতীতে করতে পারা বুঝাবে
নিশ্চয়তা অর্থে
Sub + Must + Rest
করেছে, করে থাকবে, শুনে থাকবে।
সে নিশ্চয় এ কাজ করেছে। He must do this work.
তোমরা নিশ্চয়ই রবীন্দ্রনাথের নাম শুনে থাকবে। You must have heard the name of Rabindranath.
দৃঢ় সংকল্প অর্থে
I/We/He + must + verb + Rest
যাবই, যাবেই, কিছুতে ছাড়ব না ।
আমি যাবই যাব। — I must go.
আমরা তাকে কিছুতেই ছেড়ে দেব না। – We must on no account allow him to escape.
বাধ্যতা অর্থে
I/We/he + must + verb + Rest
করতেই হবে, যেতেই হবে।
আমাকে এ কাজটি করতেই হবে। – I must do this work.
আমাকে আজ স্কুলে যেতেই হবে। —I must go to school today.
অনুমান অর্থে
Must + we / he + verb + Rest
কাঁদতে হবে, দিতে থাকবে, করতে থাকবে।
আমাদের কি চিরদিন কাঁদতে হবে? — Must we weep for ever?
এতদিনে সে নিশ্চয়ই মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকবে। Must he will be appeared Madhyamik Examination.
অনিয়মিত/নিয়মিত অভ্যাস/সৌজন্য ইত্যাদি অর্থে, উচিত অর্থে এই modal auxiliary verb গুলি ব্যবহৃত হয়ে থাকে।
অনিয়মিত অভ্যাস অর্থে
I would often/we would often / he would often verb +Rest
জেগে থাকত, বসে থাকতাম, করতে থাকতাম ।
সে প্রায়ই অর্ধেক রাত পর্যন্ত জেগে থাকত। – He would often sit up very late at night.
আমি মাঝে মাঝে ঘন্টার পর ঘন্টা অলসভাবে বসে থাকতাম। –I would sometimes sit idle for hours.
নিয়মিত অভ্যাস অর্থে
He/Suman/I/You+would + verb + Rest
বেড়াতেন, পরত, করত, হত ।
তিনি প্রতিদিন সকালে বেড়াতেন।– He would walk in the morning daily.
সুমন প্রতিদিন আট ঘন্টা পড়ত।– Suman would read eight hours a day.
সৌজন্য অর্থে
Should I / Would you + verb + Rest
দেব কি? করব কি, কাটাবেন, বলবেন।
আপনার চায়ে আর একটু চিনি দেব কি? Should I put a little more sugar in your tea.
অনুগ্রহ করে আমায় সময়টা বলবেন। Would you please tell me the time.
উচিত অর্থে
We / you + Should / ought to + verb + Rest
করা উচিত, হওয়া উচিত, উচিত ছিল।
এখানে should বা ought to উভয়ই ব্যবহৃত হয়।
পিতা মাতাকে আমাদের মান্য করা উচিত। We should obey our parents.
তোমার আসা উচিত ছিল। You ought to have come.
Semi Modals
Dare, Need এবং Use এই তিনটি verb কে semi modals বলে। তবে এরা principal ও auxiliary উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়।
Principal verb হিসাবে need এর ব্যবহারঃ
I need some help.– আমার কিছু সাহায্য দরকার।
I need to go there. – আমার সেখানে যাওয়া দরকার।
Auxiliary verb হিসাবে need এর ব্যবহারঃ
তোমার সেখানে যাবার দরকার নেই। – You need not go there.
তার এটা করার দরকার নেই।– He need not do it.
Dare দুটি অর্থে ব্যবহৃত হয়
১) To venture সাহস করা
2) To challenge প্রতিদ্বন্দিতা করা, আহ্বান করা
Dare (সাহস করা অর্থে)
I / he + Dare / not + verb + Rest
সাহস করে না; সাহস নেই
সে প্রকাশ্যে বলতে সাহস করে না। – He dare not speak of the incident openly
তাকে অপমান করার মত সাহস আমার নেই। –I dare not insult him.
Dare প্রতিদ্বন্দিতায় আহ্বান অর্থে
I / Arjun + Dared + Rest
আহ্বান করেছিলেন, ডেকে ছিলেন, সম্মুখিন হতে পারি, বলতে পারি
অর্জুন কর্ণকে দ্বন্ধযুদ্ধে আহ্বান করেছিলেন। – Arjun dared Karna to duel.
আমি যে কোনও বিপদের সম্মুখীন হতে পারি।– I can dare any danger.
used to এর ব্যবহার
অতীতে কোন কাজ প্রায়ই করা হোত এমন বোঝালে used to এ ব্যবহার হয়। যেমন– সমু রোজ সকালে আমাকে জাগিয়ে দিত। Samu used to awake me ever morning.
স্কুলে পড়ার সময় আমি ফুটবল খেলতাম। I used to play football when I was at school.
2. Transitive – Intransitive verb
Transitive verb (সকর্মক ক্রিয়া)- যে verb ‘বা ক্রিয়া পদ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। সেটাই তার কর্ম। আর এই জাতীয verb কেই transitive verb বা সকর্মক ক্রিয়া বলে সকর্মক ক্রিয়া অর্থাৎ transitive verb এ একটি কর্ম থাকে যা subject বা কর্মের সঙ্গে যুক্ত থাকে।
যেমন
আমি একটি নতুন মোবাইল কিনেছি। – I have bought a new mobile.
রমা একটি উপন্যাস পড়ছে।– Rama is reading a novel.
চোরটি রমেনকে ছুরিকাঘাত করেছে। – The thief stabbed Ramen.
এখন যদি প্রশ্ন করা হয় আমি (কর্তা কি কিনেছে) উত্তর পাব a new mobile এটাই সকর্মক ক্রিয়া বা transitive verb ২) তৃতীয় বাক্যে যদি প্রশ্ন করা যায় চোরটি কাকে ছুরিকাঘাত করেছে ? উত্তর পাওয়া যাবে Ramen এখানে stabbed verb-টির object Ramen.
Intransitive যার কোন object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
যেমন–
The baby is sleeping.– শিশুটি ঘুমুচ্ছে।
The boy was standing.– ছেলেটি দাঁড়িয়েছিল।
Intransitive verb কি কখনও transitive হয় ?
কয়েকটি বিশেষ ক্ষেত্রে Transitive হয়। যেমন
১) যদি verb-টি cognate object গ্রহণ করে।
২) যদি be প্রকাশ করে।
৩) যদি group verb হয়।
Cognate object : যদি verb ও তার object একই মূল শব্দ থেকে উদ্ভূত হয়,তাকে বলে cognate object বা সমধাতুজ কর্ম।
যেমন–
শ্রেয়া একটি মিষ্টি গান গাইল। – Shreya sang a sweet song.
তারা একটি গাঢ় ঘুম ঘুমলো। – They slept a sound sleep.
উপরের বাক্য দুটিতে sang ও song একই শব্দ থেকে উৎপত্তি এবং slept ও sleep একই শব্দ থেকে উদ্ভূত।
Causative sense এর ক্ষেত্রে
শিশুটি হাঁটে– The child walks.
মায়া শিশুটিকে হাঁটায়– Maya walks the child.
উপরের বাক্য দুটির প্রথম বাক্যটিতে কোন object নেই। কিন্তু দ্বিতীয় বাক্যে causative sense প্রকাশ করায় walk verb টি transitive হয়েছে।
Group verb এর ক্ষেত্রে
সে সুন্দর হাসে। – He laughs nicely.
ছেলেগুলি অন্ধ লোকগুলিকে উপহাস করল। – The boys laughed at the blind man.
প্রথম বাক্যটিতে laugh verb এর কোন object নেই তাই এটি Intransitive verb আর দ্বিতীয় বাক্যে laugh verb-টি at preposition টিকে সঙ্গে নিয়ে group verb পরিণত হয়েছে। এই laugh at verb টি Transitive কারণ এর object আছে। সেটি The blind.
Direct and Indirect objective কোন কোন Sentence-এ verb এর দুটি object থাকে। তাদের একটিকে direct এবং অন্যটিকে indirective object বলে। নীচে বাক্য দুটি লক্ষ্য কর।
১) My father gave me a book.– আমার বাবা আমাকে একখানি বই দিয়েছেন
2) He teaches us English.– তিনি আমাদের ইংরাজী পড়ান।
Note: উপরের বাক্য দুটিতেই verb –এর দুটি করে object আছে। তাদের মধ্যে একটি প্রাণী বাচক; অন্যটি বস্তুবাচক।
যেমন– My father gave me a book. আমার বাবা আমাকে কি দিয়েছেন? প্রশ্নের উত্তর a book একটি object আবার যদি প্রশ্ন করি আমার বাবা কাকে একটি বই দিয়েছেন? উত্তর me এটিও object.
দ্বিতীয় বাক্যে He teaches us English এখানে us ও English দুটিই object.
তাহলে direct বা মুখ্য কর্ম কাকে বলে? প্রাণী বাচক কর্মকে বলে indirect object বা গৌণ কর্ম বলে। আর অপ্রাণী বা বস্তুবাচক কর্মকে বলে direct object বা মুখ্য কর্ম। me প্রাণীবাচক তাই সেটি indirect object এবং a book বস্তুবাচক তাই সেটি direct.
Verb of Incomplete Prediction
এমন কিছু verb আছে যেগুলি সবসময় intransitive থাকে কখনও transitive হয় না।
সব সময় intransitive verb যেমন-come, die, fall, go, lie, sleep. কিন্তু কিছু intransitive verb যেমন be, became, grow, test ইত্যাদির অর্থ সম্পূর্ণ করার জন্য একটি word সাহায্য নিতে হয়। এইগুলিকে verb of incomplete pre- diction বলে। যেমন–
মিনি একটি বিড়াল।– Mini is a cat.
সুবীর শিক্ষক হয়েছিল।– Subir became a teacher.
আম মিষ্ট। –Mango tastes sweet.
শিশুটি ঘুমিয়ে পড়েছে।– The baby has felled asleep.
পৃথিবী গোল। – The earth is round.
লোকটি বোধ হয় ক্লান্ত হয়ে পড়েছে।– The man seems tired.
Finite and Infinite Verbs
Finite verb বা সমাপিকা ক্রিয়া subject বা কর্তার person এবং number এর দ্বারা সীমাবদ্ধ থাকে এবং tense অনুসারে তার রূপের পরিবর্তন হয়। যেমন–
রবি স্কুলে যায় -Rabi goes to school.
মধু মিষ্টি। – The honey tastes sweets.
সে তিনটি জনসভায় উপস্থিত ছিল। – He attended three meetings.
Infinite বা অসমাপিকা ক্রিয়া Intransitive verb বা অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে অকর্ম sentence গঠনে verb এর আগে to বসাতে হয়। যেমন–
রবি স্কুলে যেতে পছন্দ করে না। – Rabi does not like to go to school
আমগুলি খেতে মিষ্টি। – The mangoes are sweet to taste.
Note: যাইতে, খাইতে ইত্যাদি সমাপিকা ক্রিয়ার verb+to হয়। বাধ্যতা বোঝাতে have এরপর to বসে যেমন আমাকে সেখানে যেতেই হবে I have to go there.
ব্যতিক্রম
Infinite এর সঙ্গে প্রায়ই to ব্যবহৃত হয়। কিন্তু bid, dare, hear, let
make, need, see verb এর পরে to ব্যবহৃত হয় না । যেমন
শ্যমল বিমলকে যেতে আদেশ করল। –Shyamal bade Bimal go.
এটি তোমার করার সাহস নেই। – You dare not do it.
আমি মিতাকে কাঁদতে শুনলাম। –I heard Mita cry.
তাকে যেতে দাও। – Let him go.
আমি তাকে যেতে বাধ্য করলাম। – I made him go.
তোমার সেখানে যাওয়ার দরকার নেই।– You need not go there.
আমরা তাকে কাজটি করতে দেখলাম। – We saw him do the work.
Note: বাংলায় করিয়া, দেখিয়া, হইয়া ইত্যাদি ইয়া যুক্ত সমাপিকা ক্রিয়া বা verb এর শেষে ing যোগ করতে হয়। একে ইংরাজীতে present past participle বলে
যেমন–
বাঘ দেখে আমি পালিয়ে গেলাম – Seeing the tiger I fled away.
ক্লান্ত হয়ে সে কিছুক্ষন বিশ্রাম করল।– Being tired he took rest for a while.
State Verbs And Event Verbs
আধুনিক English grammar-এ Finite verb –কে আবার দুভাগে ভাগ করা হয়ে থাকে। State Verb (অবস্থানধর্মী ক্রিয়া) Event Verb (ঘটনাধর্মী ক্রিয়া)
State verb
এই state verb কে আগের চার ভাগে ভাগ করা যায়। যেমন
State of perceiving (বোধমূলক)।
State of mind and emotional state. (আবেগমূলক)।
State of being (হওয়া বা স্থিতিবাচক)।
State of relationship (সম্বন্ধ বাচক)।
Examples of sentences with state verbs
State of perceiving বোধমূলক
feel-I feel ashamed of your behavior. (আমি তোমার ব্যবহারে খুব লজ্জিত।)
hear- I hear a bombing sound. (আমি বোম্বিংয়ের শব্দ শুনেছি।)
see- I see, you are really intelligent. (আমি দেখছি তুমি সত্যিই বুদ্ধিমান।)
smell- The rose smells sweet. (গোলাপের গন্ধ মিষ্টি।)
taste- The mango tastes sweet. (আমটি মিষ্টি।)
State of mind and emotional state (আবেগমূলক)
appear- The man appears to be mad. (মানুষটির ব্যবহার পাগলের মত)
believe – I believe it. (আমি এটা বিশ্বাস করি)
forget- He often forgets his name. (সে প্রায়ই তার নাম ভুলে যায়)
hate- Never hate the poor. (কখনও গরীবকে ঘৃণা কর না)
love-Everybody loves his motherland. (প্রত্যেকেই তার জন্মভূমিকে ভালবাসে)
like- I always like sweet. (আমি সব সময় মিষ্টি ভালোবাসি)
Sate of being হওয়া বা স্থিতিবাচক
be – I am proud of my country. He is a very good boy. (আমি আমার দেশের জন্য গর্বিত) (সে খুব ভালো ছেলে)
belong- This wrist watch belongs to me. (এই ঘড়িটি আমার।)
deserve-The brilliant girl deserves prize. (এই প্রতিভাবান মেয়েটি পুরস্কার পেয়েছে।)
State of relationship (সম্বন্ধ বাচক)
have – I have a dog. (আমার একটি কুকুর আছে।)
own- This is his own house. (এটি তার নিজের বাড়ি।)
own – You own your own house. (তুমিই তোমার বাড়ির মালিক।)
Examples of sentences with event verbs (ঘটনাধর্মী ক্রিয়া)
Single event – I bought an apple from the market. (আমি বাজার থেকে একটি আপেল কিনেছিলাম)
Repeated event – I buy apple from the market daily. (আমি রোজ বাজার থেকে আপেল কিনি।)
Subject+ Verb Agreement
Verb সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম
1. Subject –এর person অনুযায়ী verb-এর number ও person হয়ে থাকে।
যেমন–
আমি সুখী – I am happy. আমরা সুখী– We are happy.
সে অসুস্থ-He is ill. তারা অসুস্থ – They are ill.
তোমরা বুদ্ধিমান-You are intelligent.
Note:
First person singular number অর্থাৎ I এরপরে am এবং 3rd person singular number অর্থাৎ he এর পর is বসে present indefinite tense এর ক্ষেত্রে।
আবার past indefinite tense এ 1st person singular number এ হয় was এবং plural number এ হয় were.
যেমন–
তুমি সুস্থ ছিলে। – You were well. আমি সুস্থ ছিলাম – We were well.
সে সুস্থ ছিল। – He was well
To have verb এ present indefinite tense এর third person singular number এ have এর ক্ষেত্রে has হয়।যেমন–তার একটি কুকুর আছে – He has a dog.
2. More than the যদিও বহুবচনের অর্থই নির্দেশ করে, তবুও এই শব্দগুচ্ছকে singular noun হিসাবে গন্য করা হয় তাই sentence গঠন করার সময় তার verb টিও singular number হয়।
যেমন– More than two men were present there.
3. Adjective এর আগে যদি the বসে এবং এর দ্বারা plural common noun বোঝায় তাহলে verb টি singular হবে।
যেমন– বীর ভোগ্য বসুন্ধরা – Only the brave deserve the fair.
ধীর গতিরা প্রতিযোগিতায় জেতে না। -The slow do not win race.
4. Subject যদি relative pronoun হয় তাহলে তার intendent এর number ও person অনুযায়ী verb এর number ও person হয়।
যেমন– তুমিই সেই বালক যে এই কাজটি করেছো-You are the boy who has done this work.
তুমিই এটি করেছো।– It is you who have done it.
5. Subject এবং complement বিভিন্ন number এর হলে verb টি subject অনুযায়ী ব্যবহৃত হবে।
His followers are minority.
The Americans are civilized nation.
6. subject যদি infinite, gerund বা noun clause হয় তাহলে তার verb এর singular number হয়।
যেমন–
প্রাতঃভ্রমণ স্বাস্থ্যের পক্ষে ভালো– To walk in the morning is good for health (Infinitive).
Lying is Sin.- মিথ্যে কথা বলা পাপ (gerund )
How he escaped is still a mystery. (noun clause)
ইতিহাস পাঠক মজাদার। – The reading is history is interesting.(verbal noun)
7. Subject যদি এমন একটি proper noun হয় যা plural হয়েও একটি বস্তু বা একাধিক বস্তুকে একসঙ্গে বোঝায় তবে তার verb টি singular number হয়।
যেমন–
Tells of two cities is a nice story.– টেলস্ অফ্ টু সিটিস একটি ভালো গল্প ।
The united states of America has joined the conference. – আমেরিকা যুক্তরাষ্ট্র সম্মেলনে যোগ দিয়েছে।
8. Plural subject যদি amount বা quantity কে অখন্ডভাবে বোঝায় তবে তার verb টিও singular হবে।
যেমন– পঞ্চাশ মাইল বেশ দূর। – Fifty miles is a good distance.
এই বইটির দুই তৃতীয়াংশ পাতে দেওয়ার মত নয়। – Two third of this book is rubbish.
কিন্তু সংখ্যা বোঝালে plural হবে। যেমন সদস্যদের তিন চতুর্থাংশ আজ অনুপস্থিত। – Three forth of the members are absent today.
9. Subject যদি collective noun হয় তবে তার verb টি singular হবে। কিন্তু তা যদি noun of multitude রূপে ব্যবহৃত হয় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে সংশ্লিষ্ট verb টি plural হবে।
যেমন– সাতজনকে নিয়ে জুরি গঠিত হল। The jury consists of seven persons. (collective noun)
জুরিদের মধ্যে মতবিরোধ ঘটল।– The jury were divided in their opinions. (noun of multitude)
10. Number, rest, part অনুরূপ noun গুলি যদি subject হয় তাহলে তাদের অর্থ অনুযায়ী verb এর singular বা plural number হয়।
যেমন– বেশ কিছু ছাত্রকে গ্রেপ্তার করা হল – A large number of boys were arrested.
যত সংখ্যক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে তার সংখ্যাটা বেশ বড় – The number of boys arrested was quite large.
আমগুলির একটা বড় অংশ পচা ছিল এবং অবশিষ্টাংশ ভালো। – A great part of the mangoes were rotten and the rest were good.
এর অর্ধেক পচা। – Half of it is rotten.
এগুলির অর্ধেকটাই পচা। – Half of these are rotten.
11. And দিয়ে একাধিক singular noun বা pronoun যুক্ত হয়ে subject গঠন করলে তার verb টি plural হবে।
যেমন– দুয়ে দুয়ে চার হয়। – Two and two make four.
সেখানে একটি বালক ও একটি বালিকা উপস্থিত। There are one boy and one girl present.
ব্যতিক্রমঃ
কিন্তু যদি and দিয়ে যুক্ত দুটি singular noun একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় বা একটিই ভাব প্রকাশ পায় তাহলে verb টি singular হবে।
যেমন–
মাছ ভাত আমায় প্রিয় খাদ্য।– Fish and rice is my favorite food.
চরিত্রই জীবনের শ্রেষ্ঠ গৌরব। –The crown and glory of life is character.
প্রধান শিক্ষক ও সচিব সৎব্যক্তি। – The headmaster and secretary is an honest person.
12. And দিয়ে যুক্ত দুটি singular subject এর আগে যদি each বা every শব্দ থাকে। তাহলে তাদের verb singular হয়।
যেমন–
প্রত্যেক মানুষই মরণশীল।– Each and every man is mortal.
প্রত্যেক বালক বালিকারই আলাদা আলাদা ঘর আছে।– Each boy and each girl has a separate room.
13. Singular noun এ আগে no ব্যবহৃত হলে তারপরে verb টি singular হয়। যেমন–
সেখানে কোন বাস বা অটো দেখা গেল না– No bus or no auto was seen there.
14. দুটি singular subject এর মধ্যে যদি and not থাকে, তাহলে verb টি singular হয়।
যেমন–
আমার ভাই, নয়, আমিই একাই এই কাজটি করেছি। – I and not my brother, have done this work.
তার ছেলে নয় তিনিই এসেছেন। – He, and not his son, has come.
15. যদি দুটি subject as well as, with, together with, after এবং in addition to, besides and not এই দুই ধরনের word or phrase দিয়ে যুক্ত হয়। তবে প্রথম subject এর number ও person অনুযায়ী verb টি হয়।
যেমন– বঙ্কিমচন্দ্র এবং সেইসঙ্গে রবীন্দ্রনাথ ও পড়া হয়েছিল।
Bankim Chandra as well as Rabindranath was read.
অয়নের সঙ্গে তার বন্ধুরও সাজা হয়েছিল– Ayan with his friend was
লোকের পর লোক পাঠানো হল। -Man after man was sent.
খাতা নয়, কিছু বই দরকার। – A few books and not a khata are wanted.
16. দুই বা ততোধিক singular subject এর মধ্যে যদি or, nor, either or, neither nor থাকে তবে verb টি singular হবে।
যেমন–
সেখানে কোন পুরুষ বা কোন মহিলা ছিল না। – Not a man or woman was there.
হয় অজয় বা তার ভাই বিজয় এটা করেছে। – Either Ajoy or his brother Bijoy has done it.
সেখানে না ছিল কাগজ না ছিল কলম– Neither a paper nor a pen was there.
17. ভিন্ন ভিন্ন person এর দুটি subject এর মধ্যে or বা nor থাকলে verb তার কাছের subject অনুযায়ী হবে।
যেমন–
না তুমি ঠিক, না আমি । – Neither you nor I am right.
হয় তুমি ঠিক বা সে । – Either you or he is right.
18. যদি or বা nor দ্বারা বিচ্ছিন্ন দুটি subject এর একটি plural হয় তাহলে verb এর সবচেয়ে কাছের verb টিও plural হবে।
যেমন–
সুবীর বা তার বন্ধুরা কেউই দোষী নয়।– Neither Subir nor his friends are guilty.
তারা বা চাঁদ কিছু এখন দেখা যাচ্ছে না। – Neither the moon nor the stars are not visible.
19. Either, neither, each, many, everyone af subject verb singular হবে। যেমন–
প্রত্যেকের একটি করে মোবাইল আছে।-Each of them has a mobile.
মেয়েদের কেউই দোষী নয়। – Neither of the girl’s is guilty.
প্রত্যেকেই এই কাজের জন্য দোষী। – Everyone is to blame.
বালক দুটির মধ্যে একজনকে এখানে আসতেই হবে।– Either of the two boys is to come here.
Conjugation of Verbs
verb একে তার রূপগত পরিবর্তের ভিত্তিতে দুভাগে ভাগ করা হয়। 1. Strong verb 2. Weak verb.
Weak verb কে regular verb বলে। strong verb কে irregular verb ও বলে। weak verb গুলি d, ed বা t যোগ করে পরিবর্তন করা হয়। যেমন-weak verbs or regular verb
Strong Verb & Weak Verb
এর আগে তোমরা জেনেছো Present, Past এবং Past participle. এবার তার গঠন সম্পর্কে। সাধারণতঃ verb এর রূপান্তর ঘটে দুভাবে। তাই conjugation দু প্রকার (1) Strong verb আর অন্যটি (2) Weak verb.
Strong verb ভিতরের past tense ও past participle পরিবর্তন করে হয়। আর Weak verb –এ t অথবা ed যোগ করে হয়।
Strong Verb
এখানে কিছু strong verb দেওয়া হল যার vowel পরিবর্তন করা হয়েছে।
Present |
Past |
Past Participle |
Arise (উঠা) |
arose (উঠিয়াছিল) |
have, has or had arisen (উঠিয়াছে) |
Awake (জেগা) |
awoke (জেগেছিল) |
awaken (জাগিয়াছে) |
Abide (মেনে চলা) |
abode (মেনে চলেছিল) |
abode (মেনে চলিয়াছে) |
Be (হওয়া) |
was, were |
(have, has, had) been |
Become (হওয়া) |
Became |
Become |
Begin (আরম্ভ করা) |
Began |
Begun |
Bear (বহন করা) |
Bore |
Bore |
Bear (হাতলায়) |
Bore |
Beaten |
Beat (পিটানো) |
Broke |
Broken |
Blow (ফুলানো) |
Blew |
Blown |
Behold (দেখা) |
Beheld |
Beheld |
Bade (বেড়া) |
Bred |
Bred |
Bit (কামড়ানো) |
Bit |
Bitten |
Bind (বাঁধা) |
Bound |
Bound |
Come (আসা) |
Came |
Come |
Choose (পছন্দ করা) |
Chose |
Chosen |
Chide (তীক্ষ্ণ করা) |
Chid |
Chidden |
Do (করাঁ) |
Did |
Done |
Drink (পান করা) |
Drank |
Drunk |
Drive (গাড়ি চালানো) |
Drove |
Driven |
Dig (খনন করা) |
Dug |
Dug |
Draw (চিত্র আঁকা) |
Drew |
Drawn |
Eat (খাওয়া) |
Ate |
Eaten |
Find |
Found |
Found |
Fall |
Fell |
Fallen |
Fly |
Flew |
Flown |
Forgive |
Forgave |
Forgiven |
Forget |
Forgot |
Forgotten |
Go |
Went |
Gone |
Give |
Gave |
Given |
Get |
Got |
Gotten |
Grow |
Grew |
Grown |
Hold |
Held |
Held |
Hide |
Hid |
Hidden |
Know |
Knew |
Known |
Lie |
Lay |
Laid |
Make |
Made |
Made |
Meet |
Met |
Met |
Mistake |
Mistook |
Mistaken |
Rise |
Rose |
Risen |
Run |
Ran |
Run |
Ride |
Rode |
Ridden |
Rang |
Sang |
Sung |
See |
Saw |
Seen |
Sit |
Sat |
Sat |
Speak |
Spoke |
Spoken |
Steal |
Stole |
Stolen |
Strike |
Struck |
Struck |
Swim |
Swam |
Swum |
Take |
Took |
Taken |
Write |
Wrote |
Written |
Win |
Won |
Won |
Wear |
Wore |
Worn |
Weak Verb
Present |
Past |
Past Participle |
Ask (জিজ্ঞাসা করা) |
Asked |
Asked |
Add (যোগ করা) |
Added |
Added |
Allow(আনুমতি দেওয়া) |
Allowed |
Allowed |
Agree(রাজী হওয়া) |
Agreed |
Agreed |
Advise(উপদেশ দেওয়া) |
Advised |
Advised |
Arrive (পৌঁছান) |
Arrived |
Arrived |
Appear (উপস্থিত হওয়া) |
Appeared |
Appeared |
Arrange (ব্যবস্থা করা) |
Arranged |
Arranged |
Boil (ফোটানো) |
Boiled |
Boiled |
Beg (ভিক্ষা করা) |
Begged |
Begged |
Care (যত্ন নেওয়া) |
Cared |
Cared |
Close (বন্ধ করা) |
Closed |
Closed |
Change (পরিবর্তন করা) |
Changed |
Changed |
Clear (পরিষ্কার করা) |
Cleared |
Cleared |
Climb (আরোহন করা) |
Climbed |
Climbed |
Compare (তুলনা করা) |
Compared |
Compared |
Cry (কাঁদা) |
Cried |
Cried |
Complete (সম্পূর্ণ করা) |
Completed |
Completed |
Carry (বহন করা) |
Carried |
Carried |
Die (মারা যাওয়া) |
Died |
Died |
Dry (শুকনো) |
Dried |
Dried |
Dance (নৃত্য করা) |
Danced |
Danced |
End (সমাপ্ত) |
Ended |
Ended |
Fry (ভাজা) |
Fried |
Fried |
Enjoy (উপভোগ করা ) |
Enjoyed |
Enjoyed |
Flow (প্রবাহিত হওয়া) |
Flowed |
Flowed |
Fail (ব্যর্থ হওয়া) |
Failed |
Failed |
Fix (স্থির করা) |
Fixed |
Fixed |
Guess (অনুমান করা ) |
Guessed |
Guessed |
Have (আছে) |
Had |
Had |
Hope (আশা করা) |
Hoped |
Hoped |
Hurry (ব্যস্ত) |
Hurried |
Hurried |
Hate (ঘৃণা করা) |
Hated |
Hated |
Jump (লাফানো) |
Jumped |
Jumped |
Kill (হত্যা) |
Killed |
Killed |
Live (বাস করা) |
Lived |
Lived |
Love (ভালোবাসা) |
Loved |
Loved |
Look (দেখা) |
Looked |
Looked |
Lay (শোওয়া) |
Laid |
Laid |
Move (ঘোরা) |
Moved |
Moved |
Nod (মাথা নাড়া) |
Nodded |
Nodded |
Marry (বিবাহ করা) |
Married |
Married |
Mend (নোয়ানো) |
Mended |
Mended |
Need (প্রয়োজন) |
Needed |
Needed |
Own (নিজের) |
Owned |
Owned |
Obey (আদেশ পালন) |
Obeyed |
Obeyed |
Play (খেলা) |
Played |
Played |
Pull (তোলা) |
Pulled |
Pulled |
Push (ধक्का) |
Pushed |
Pushed |
Pay (নগদ করা) |
Paid |
Paid |
Punish (দণ্ড দান করা) |
Punished |
Punished |
Rain (বৃষ্টি) |
Rained |
Rained |
Reach (পৌঁছানো) |
Reached |
Reached |
Stay (থাকা) |
Stayed |
Stayed |
Sow (বীজ বোনা) |
Sowed |
Sowed |
Show (দেখানো) |
Showed |
Showed |
Stroke (মার করা) |
Stroked |
Stroked |
Say (কোলা) |
Said |
Said |
Place (স্থানে করা) |
Placed |
Placed |
Sell (বিক্রি করা) |
Sold |
Sold |
Tell (কহা) |
Told |
Told |
Verb এর শেষে t বসিয়ে Tense পরিবর্তন করা
Present |
Past |
Past Participle |
Buy (কেনা) |
Bought |
Bought |
Bend (নোচানো) |
Bent |
Bent |
Burn (পোড়ানো) |
Burnt |
Burnt |
Bring (আনা) |
Brought |
Brought |
Catch (ধরা) |
Caught |
Caught |
Dream (স্বপ্ন দেখা) |
Dremt |
Dremt |
Feel (আবেগ করা) |
Felt |
Felt |
Keep (রাখা) |
Kept |
Kept |
Kneel (হাঁটু মুড়ে রাখা) |
Knelt |
Knelt |
Leave (ছেড়ে যাওয়া) |
Left |
Left |
Learn (শিখা) |
Learnt |
Learnt |
Lose (হারানো) |
Lost |
Lost |
Lend (দেওয়া) |
Lent |
Lent |
Mean (অর্থ বোঝানো) |
Meant |
Meant |
Sleep (শায়িত) |
Slept |
Slept |
Speel (বাধা) |
Spelt |
Spelt |
Smell (গন্ধ আসা) |
Smelt |
Smelt |
Spend (ব্যয় করা) |
Spent |
Spent |
Sweep (পালন করা) |
Swept |
Swept |
Think (চিন্তা করা) |
Thought |
Thought |
Weep (কাঁদা) |
Wept |
Wept |