
CASE-IN-BENGALI
LESSON 10
CASE (কারক)
The relation in which a noun stands to same other word or the change of form by which this relation is indicated, is called its case. J.C. Nesfield
Noun এর সঙ্গে বাক্যের অন্য word এর সম্পর্ককে noun এর case বা কারক বলা হয়। এই case বা কারককে ইংরাজী grammar এ চার ভাগে ভাগ করা হয়।
যেমন –
1. Nominative Case (কতৃকারক)
2. Objective Case (কর্মকারক)
3. Possessive Case (কারক)
4. Vocative Case (সম্বোধন কারক)
1. Nominative Case (কর্তৃকারক) : When a noun or pronoun is used as the subject of a verb, it is said to be in the nominative case, যখন কোনও noun বা pronoun কর্তারূপে ব্যবহৃত হয় তখন তাকে Nominative Case বলে।
যেমন – Biltu plays football in the field.
(এখানে যদি বাক্যটির ক্রিয়া পদকে কে বা কারা ফুটবল খেলে প্রশ্ন করা যায় তবে উত্তর পাওয়া যাবে Biltu অতএব বিল্ট কাজ করছে বোঝাবে। তাই Biltu হল Nominative Case বা কর্তা।)
2. Objective Case (কর্মকারক) : When a noun or pronoun is used as the subject of a verb, it is said to be in the Objective Case. (যখন কোন noun বা pronoun কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে Objective Case বলে।)
যেমন- আমি ফরাসী ভাষা জানি না। – I do not know French
(এখানে যদি কর্তাকে প্রশ্ন করা যায় যে আমি কি জানি না? উত্তর French. এই Frenchহল object কি বা কাকে দিয়ে verb একে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই Objective Case.)
Note : To find the nominative put who or what before the verb. To find the object put whom or what before the verb. The Nominative generally comes before verb and the object (কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই Nominative Case. আবার কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই Objective Case বলে । )
3. Possessive Case (সম্বন্ধ পদ) : কোনও ব্যক্তি বা বস্তু কারো সঙ্গে সম্পর্কযুক্ত বা অধিকারভুক্ত এই ব্যাপারটি বোঝাতে যখন কোনও noun-এর সঙ্গে apostrophe (‘) ও s যুক্ত হয় তখন সেই noun টির possesive case বলে। যেমন-
বাঘের থাবা। – The tiger’s paw.
সবিতার বই – Sabita’s book
রবীন্দ্রনাথের কবিতা। -Rabindranath’s poetry.
Possessive case- এর নিয়মাবলী
(a) সাধারণত noun -এর শেষে apostrophe ‘s’ বসিয়ে Possessive Case করা হয়। যেমন :-
ঈশ্বরের মহিমা। – God’s glory.
পশুর শক্তি। – An animal’s strength.
নারীর স্নেহ।- Woman’s love.
ভারতের ভবিষ্যৎ। – Indian’s future.
(b) যদি শব্দের শেষে s শব্দ থাকে তবে ৯ না বসিয়ে শুধু (‘) যোগ করে Possive Case করা হয়। যেমন :-
ন্যায়ের খাতিরে। – For Justice’s sake
ছেলেদের বিদ্যালয়। – Boys’ school.
সততার জন্য। – For goodness’ sake.
(c) অচেতন পদার্থ বা নিকৃষ্ট প্রাণীর possessive case করতে হলে সেখানে s এর বদলে of ব্যবহার করা হয়। যেমন :-
ঘড়ির কাঁটা – The hands of a clock
বইটির মলাট – The cover of a book.
চেয়ারের পায়া – The legs of a chain.
মাছির ডানা – The wings of a fly.
4. Vocative case (সম্বোধন পদ)
বাংলায় সম্বোধন পদকে ইংরাজীতে Vocative Case বলে। এই case এ কাউকে সম্বোধন করা বোঝায়। যেমনঃ-
এখানে এস। Come here, boys. সেখানে যাও। Go there, girls.
Case in Apposition
যখন একটি noun অপর একটি noun এর পাশে বসে একসঙ্গে একটি সম্বন্ধ বোঝায়, তখন শেষোক্ত noun -টি case of apposition হয়। সেক্ষেত্রে noun -টির শেষে ‘s
বসে। যেমন:-
কলকাতায় আমি আমার ভাই স্বপনের বাসায় থাকি। – In Calcutta I put up at my brother swapan’s house.
বিল্টু ও নীল্টুর ঠাকুমা গত জানুয়ারীতে মারা গিয়েছেন। – Biltu and Niltu’s grandmother, died in January last.
পৃথক পৃথক সম্বন্ধ বোঝালে প্রত্যেক noun এর শেষেই s দিতে হবে এবং তাদের অধিকারগত বস্তুগুলি plural form -এ থাকবে। যেমন :
সত্যেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের কবিতাগুলি একত্রে রাখো। – Satyendranath’s and Rabindranath’s poems together.
তপন ও বাদলের দোকান স্টেশনের খুব কাছে। – Tapan’s and Badal’s shops stand near to the station.