Makeup-removal-from-skin
মেক-আপ মুছতে
Makeup Removal : Effective Tips to Get Rid of Makeup Residue from Skin
মনের আনন্দে মেক-আপ করলেন কিন্তু আলসেমির জন্য সেটা আর তোলা হল না। ত্বকের সর্বনাশ এখান থেকেই শুরু। রাত যতই হোক, ক্লান্তি যতই আসুক, মেক-আপ না তুলে ঘুমোতে যাওয়া চলবে না, চলবে না
মুখ আর গলার ক্ষেত্রে
☞মুখ এবং গলা জল দিয়ে ভিজিয়ে নিন।
☞ভাল করে মেক-আপ রিমুভার লাগান
☞হালকা হাতে কিছুক্ষণ ঘষুন
☞এবার ভিজে তুলো দিয়ে পরিষ্কার করে নিন
☞সাবান মেখে মেক-আপ তোলার চেষ্টা করবেন না
☞অনেকে টোনার দিয়ে মেক-আপ তুলতে পছন্দ করেন। টোনারে মেক-আপ ও নোংরা উঠে যায় বলেই তাঁদের ধারণা। কিন্তু জেনে রাখা জরুরি, এর সঙ্গে সঙ্গে টোনার স্বাভাবিক আর্দ্রতাও নষ্ট করে দেয়। ফলে, ত্বক শুকিয়ে যায়।
☞ব্যবহার করুন হয় মেক-আপ রিমুভার, নয়তো ক্লেনজার। এগুলো ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রেখে মেক-আপ, ময়লা ও অতিরিক্ত তেল বের করে দেয়।
☞মেক-আপ তোলা হয়ে গেলে আর একবার জল দিয়ে মুখ ধুয়ে নিন।
☞এবার ত্বকের প্রকৃতি অনুযায়ী বাছাই করা ক্লেনজার বা ফেসওয়াশ মুখে ও গলায় মেখে আবার মুখ ধুয়ে ফেলুন। লোমকূপের গভীরে জমে থাকা মেক-আপ এতে বেরিয়ে যায়
☞যেসব জায়গায় বেশি কমপ্যাক্ট ও ফাউন্ডেশন লাগিয়েছিলেন, সেই জায়গাগুলো ভাল করে পরিষ্কার করবেন।
☞শেষে বেশি করে জল দিয়ে মুখ ধুয়ে নরম তোয়ালে দিয়ে চেপে চেপে মুছে নিন
☞এরপর গলায় ও মুখে লাগান ময়েশ্চারাইজার
ঠোঁটের জন্য
☞লিপগ্লস লাগালে ঝামেলা নেই। তুলোয় অল্প ক্লেনজার নিয়ে আলতো ঘষলেই পরিষ্কার।
☞লং-লাস্টিং লিপস্টিক হলে আই মেক-আপ রিমুভার দিয়ে তুলতে পারেন।
☞ভিজে তুলোয় অল্প একটু নিয়ে ঠোটে লাগিয়ে মুছে নিন।
☞পেট্রোলিয়াম জেলি খুব ভাল লিপস্টিক রিমুভার। ঠোঁটে কিছুক্ষণ লাগিয়ে তুলো দিয়ে ঘষলেই পরিষ্কার।
চোখের ক্ষেত্রে
☞চোখের মেক-আপ তোলা সবথেকে জটিল ও প্রয়োজনীয়। কারণ, চোখ খুব স্পর্শকাতর অঙ্গ। খুব সাবধানে প্রসাধনী ব্যবহার করতে হয় এখানে। মনে রাখতে হবে, মেক-আপ তোলার সময় চোখের চারপাশের চামড়ায় যেন কোনও ক্ষতি না হয়।
☞খুব সাবধানে আই মেক-আপ রিমুভার চোখের চারপাশে লাগিয়ে ভেজা তুলো দিয়ে মুছে নিন।
☞কোনওভাবেই যেন রিমুভার চোখের ভিতর না যায়।
☞স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে রিমুভারের বদলে অলিভ বা বেবি অয়েল ব্যবহার করতে পারেন।
☞তবে আই মেক-আপ ওয়াটার প্রুফ হলে তেল দিয়ে উঠবে না।
☞লেন্স ব্যবহার করলে আগে সেটা খুলে রেখে তবেই মেক-আপ তুলুন।
☞মাসকারা তুলতে চোখের পাতায় পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন। এরপর ভিজে তুলো দিয়ে মুছলেই উঠে যাবে।