
TIME AND TENSE WITH MOOD IN BENGALI
LESSON 15
TIME AND TENSE WITH MOOD
Tense denotes the time of a verb
ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে tense বা কাল বলে।
ইংরাজীতে বাংলার মতই এই tense তিন প্রকার যেমন–
1. Present tense(বর্তমান কাল)
2. Past tense (অতীত কাল)
3. Future tense (ভবিষ্যৎ কাল)
এই tense গুলির প্রত্যেকটিকে চার ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন–
1. Present Indefinite Tense – সাধারণভাবে কোন কিছু বলা হয়। যেমন– আমি– I go. সে খায় – He eats.
2. Present Continuous- ক্রিয়াপদের শেষে তেছ, তেছে, তেছি থাকবে। verb এর শেষ ing যোগ হবে। এবং Subject অনুযায়ী 1st person singular number-এ am, third person singular number-এ is আর সব যায়গায় are বসবে। যেমন– আমি যাইতেছি-I am going. তুমি করিতেছ – You are doing. সে পড়িতেছে – He is reading.
3. Present Perfect- ক্রিয়াপদের শেষে য়াছি, য়াছ, যাছে, থাকবে। verb-এর past participle হবে। আর verb এর আগে have/has বসবে। শুধু third person singular number –এ has বসবে। যেমন – আমি গিয়াছি – I have gone, সে খেয়েছে – He has eaten.
4. Present Perfect Continuous Tense-বর্তমানে অনেক দিন ধরে কোন কাজ চলছে বোঝালে এই tense হবে। যেমন। Subject+ have been / has been/ verb+ing.
1. Past Indefinite Tense – বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম থাকলে এই tense হবে। এখানে Sub+verb এর past tense যেমন– আমি গিয়েছিলাম-I went সে গিয়েছিল– He went.
2. Past Continuous Tense – বাংলা ক্রিয়াপদের শেষে তেছিল, তেছিলে থাকলে এই tense হবে ।Subj+was/were+V.+ing. একবচন অর্থাৎ singular number-এ was, plural number এ were, I was drinking tea তারা ভাত খাইতেছিল – They were eating rice.
3. Past Perfect Tense – অতীতে দুটি কাজ শেষ হয়েছে বোঝালে এই tense হবে। Sub+had+V.past perticiple- যে কাজটি আগে হবে সেটা হবে। অন্যটি শুধু past tense যেমন – ডাক্তার আসার আগে রোগিটি মারা গেল – The patient had died before doctor came.
4. Past Perfect Continuous Tense- কোন কাজ কিছুদিন চলছিল বোঝালে এই tense হবে। Sub+had been+verb+ing. The boy had been reading in the same class for two years. (ছেলেটি গত দু–বছর যাবৎ একই ক্লাসে পড়ছিল।
1. Future Indefinite Tense – বাংলা ক্রিয়া পদের শেষে বে, বো, ব থাকলে এই tense Sub+shall/will. Verb এর present form – I shall go. সে বেড়াবে – He will walk. শুধু মাত্র 1st person এ shall বসবে।
2. Future Continuous Tense- বাংলা ক্রিয়া পদের শেষে যাইবো, থাকবো, করতে থাকবো হলে এই tense হবে। Sub+shall be/will be + verb+ing. যেমন– আমি যাইতে থাকিব-I shall be going. তারা কাজটি করতে থাকবে,They will be doing the work.
3. Future Perfect Tense – কোন কাজ হয়ে থাকলে বোঝালে এই tense হবে। Sub+shall have/will have+verb এর past participle – I shall have done this work two months- আমি দু–মাস ধরে কাজটি করে থাকব। He will have done the work from seven days- সে সাতদিন ধরে কাজটি করে থাকবে।
4. Future Perfect Continuous Tense- অনেকদিন ধরে কাজটি হয়ে থাকবে বোঝালে এই tense হবে । I have been/has been+verb+ing. I have been doing the work from seven days- আমি সাতদিন ধরে কাজটি করে থাকব।
Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য)
Subject + Main verb + Object/complement
পড়ে, জানি, চায়, লেখ, বল
হিন্দুরা গীতা পড়ে-The Hindus read the Geeta.
আমি তোমাকে জানি।– I know you.
সে একটি বই চায়। He wants a book.
তুমি গল্প লেখ। You write story.
Note.
এই ধরনের বাক্যগুলি হল present indefinite tense. অনুরূপ বাক্যে third person singular member অর্থাৎ He, she, it, Ram, Shyam প্রভৃতি কর্তার ক্ষেত্রে verb এর শেষে s বা es বসে।
1. Present Indefinite Tense
Negative Sentence (না–বাচক শব্দ)
Sub + Do not/ does not/Main verb + Obj/complement
খাই না, যাই না, করি না, খাও না, কাটে না।
আমি রাতে মাংস খাই না – I do not eat meat at night.
সে দুপুরে ঘুমোয় না। He does not sleep at noon.
তারা সাতার কাঁটে না। They do not swim.
তুমি খাও না। You do not eat.
Note.
না বাচক বাক্যে অর্থাৎ Negative Sentence এ Subject(কর্তার) পর no বসে আর 3rd person singular number এর ক্ষেত্রে does not হবে এবং মূল verb টিতে হ্যাঁ বাচক Affirmative sentence এ 3rd person singular number এ যে s,বা es যুক্ত হয়েছে তা হবে না ।
1. Present Indefinite Tense
Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
Do/Does + Subject + Main verb + Obj/complement
আমি কি আসি ? তুমি কি খাও ? সে কি যায় ?
আমি কি এখানে আসি ? Do I come here?
তুমি কি খাও ? Do you eat?
সে কি যায় ? Does he go?
তারা কি ফুটবল খেলে ? Do they play football?
Note. Subject এর আগে Do verb বসবে 3rd person singular number এ সেটা Does হবে এবং verb এর শেষে আর s বা es যুক্ত হবে না।
Present Indefinite Tense
Interrogative Negative
সে কি যায় না?, করে না?, হয় না?
Do/does +not+V+ obj
সে কি যায় না-Does not he go?
আমি কি খাই না-Do not I eat?
2. Present Continuous Tense (ঘটমান বর্তমান কাল)
Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য)
Subject+am/is/are + Main verb + ing + obj + complement
যাচ্ছি, যাচ্ছ, করছি, করছ।
আমি যাচ্ছি। I am going.
তুমি যাচ্ছ। You are going.
সে যাচ্ছে। He is going.
আমরা যাচ্ছি। We are going.
তমরা যাচ্ছ। You are going.
তারা যাচ্ছে। They are going.
Note.
বাংলা ক্রিয়া পদের শেষে যখন তেছি, তেছ, তেছে যুক্ত থাকে তখন এই tense হয়। এই tense, এ subject এর পর verb এর আগে 1st person singular number অর্থাৎ I এর পরে am, 3rd person singular number অর্থাৎ He, she, it, Ram, Shyam এর পর is এবং verb এর শেষে ing যুক্ত করতে হয়। অন্যত্র are হয়।
2. Present Continuous Tense
Negative Sentence (না বাচক বাক্য)
Sub + am/is/are+not+ main verb + ing + obj/com
যাচ্ছি না, করছি না, খাচ্ছি না, ডাকছে না।
আমি আজ স্কুলে যচ্ছি না। I am not going to school.
তুমি ভাত খাচ্ছো না। You are not eating rice.
সে আমায়ে ডাকছে না। He is not calling me.
Note.
Present Continuous Tense এর sentence গঠন করতে হলে প্রথম subject তারপর person অনুযায়ী am/is/are তার পর not এবং মূল verb এর পর ing যুক্ত করে object বসাতে হয়। 1st person singular number অর্থাৎ এর পরে am এবং 3rd person singular number He, she, it, Ram, Shyam এর পর is বসে ।
2. Present Continuous Tense
Interrogative Sentence (প্রশ্নবোধক বাকা)
am/is/are + subject + main verb + ing + object + other
আমি কি যাচ্ছি? সে কি যাচ্ছে?, তারা কি করছে?
আমি কি যাচ্ছি। Am I going?
আমরা কি যাচ্ছি? Are we going?
তুমি কি যাচ্ছ ? Are you going?
সে কি হাসছে? Is he laughing?
তারা কি পড়ছে ? Are they reading ?
Note.
Present continuous tense এর Interrogative sentence গঠন করতে হলে প্রথমে am/is/are বসবে। তারপর subject তারপর মূল verb এবং তাতে ing যোগ করতে হবে।
2. Present Continuous Tense
Interrogative negative sentence (প্রশ্নবোধক না বাচক বাক্য)
am/is/are + subject + not + main verb + ing + other
আমি কি যাচ্ছি না?, আমি কি করছি না ?, আমি কি থাকছি না?
আমি কি যাচ্ছি না? Am I not going?
তুমি কি যাচ্ছ না ? Are you not eating?
সে কি ঘুমুচ্ছে না ? Is he not sleeping?
মনে রাখবে– কতকগুলি verb সাধারণত present continuous tense এ ব্যবহার করা হয় না। যেমন– see, hear, smell, notice, recognize, appear, seem, look, want, wish, desire, feel, like, love, hate, fear, hope, refuse.এর verb গুলি present indefinite হিসাবে ব্যবহৃত হয়।
আমি পাখি দেখছি। I see a bird.
সে ফুলের গন্ধ শুঁকছে। He smells the flower.
সকলে তার বক্তৃতা শুনছে। Every body hears his speak.
এটা আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে। It appears strange to me.
তাকে বুদ্ধিমান বলে মনে হচ্ছে। He seems intelligent.
আমি জানি তুমি কি বলতে চাইছ। I know what you want to say.
3.Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান কাল)
subject + have/has + v. past participle + obj
করেছি, গিয়েছে, হয়েছে।
আমি তাকে চায়ের নিমন্ত্রণ করেছি। I have invited him to tea.
সে কলকাতায় পৌঁছেছে। He has reached Kolkata.
আমরা চিরদিনের জন্য বাংলাদেশ ত্যাগ করেছি। We have left Bangladesh for good.
আমি যথাসময়ে তোমার চিঠি পেয়েছি। I have received your letter in time.
Note. সাধারণত বাংলা ক্রিয়াপদের শেষে এছি, এছ, এছেন প্রভৃতি থাকলে present perfect tense হয়। এই sentence গঠনের সময় প্রথমে subject তারপর have/has এবং মূল verb এর past participle হয়। 3rd person singular number অর্থাৎ he, she, it বা কোন নামের ক্ষেত্রে has বসে।
ব্যতিক্রম–কিছু কিছু ক্ষেত্রে আবার ক্রিয়াপদের শেষে এছে, এছি, এছেন থাকলেও তা present perfect tense না হয়ে শুধু past indefinite হয়। যেমন–
সে গতকাল পৌঁছেছে। He reached Delhi yesterday.
১৯৪৭ সালে ইংরেজ ভারত ত্যাগ করেছে। The English left India in 1947. আবার এমন কিছু বাক্য আছে যে গুলিতে বাংলা ক্রিয়াপদে এছে, এছি থাকলেও সেগুলি কিন্তু present perfect tense না হয়ে present indefinite tense হয়।
যেমন– সূর্য উঠেছে। The sun is up.
আকাশ মেঘলা। ‘The sky is cloudy.
আমার পঞ্চাশ বছর হয়েছে। My age is fifty.
তিনি মহা সঙ্কটে পড়েছেন। He is in dilemma.
3.Present Perfect Tense (Negative নাবাচক)
subject + have/has + not + m.v এর past participle + object + com.
করিনি, বলিনি, পড়িনি
আমি এটা করিনি। I have not done it.
তিনি মিথ্যা বলেননি । He has not told a lie.
এখনও আমি বইটি পড়িনি। I have not read the book yet.
Note- Present tense এর negative sentence subject এর পর have/ has তারপর not, তারপর মূল verb এর past participle তারপর object বসে। শুধু third person singular number has বসে।
3.Present Perfect Tense(Interrogative প্রশ্নবোধক বাক্য)
have/has + subject + m.v. past participle + object
কি খেয়েছে ?, কি করেছে, কি করেছো ?, কি কিনেছো ?
সে কি খেয়েছে। Has he eaten ?
তোমরা কি চা খেয়েছো ? Have you taken tea?
তারা কি ধুমপান ত্যাগ করেছে ? Have they given up smoking ?
আমি কি বইটি কিনেছি ? Have I bought the book?
Note- Present perfect tense interrogative হলে প্রথমে have বা has(3rd person singular number এ has) বসবে। তারপর subject তারপর মূল verb এর past participle তারপর object.
Present Perfect Tense
Interrogative-Negative sentence (প্রশ্নবোধক নাবাচক বাক্য)
have/has + subject + not+m. v. past participle + obj/com
সে কি যায়নি?, করেনি ?, বলেনি?, হয়নি ?
সে কি সেখানে যায়নি? – Has he not gone there?
তুমি কি তোমার পাওনা পাওনি ? Have you not received your due?
আপনি কি আপনার মেয়ের সাফল্যের খবর শোনেননি? Have you not heard of your daughter’s success?
4. Present Perfect Continuous tense
(পুরাঘটিত ঘটমান বর্তমান কাল)
Affirmative (হ্যাঁ বাচক বাক্য)
অনেক সময় ধরে করেছে, বলেছে, হয়েছে।
সে আট ঘন্টা ধরে পড়েছে। He has been reading for eight hours.
আমি প্রায় দু ঘন্টা ধরে আপনার জন্য অপেক্ষা করছি। I have been waiting for you for almost two hours.
আমি গত শুক্রবার থেকে জ্বরে ভুগছি। I have been suffering from fever since Friday last.
একঘন্টা ধরে বৃষ্টি পড়েছে। It has been raining for an hour.
Note- অতীতে কোন কাজ শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি বোঝালে present perfect continuous tense হয়। এই জাতীয় sentence গঠন করতে হলে প্রথমে subject তারপর have been / has been তারপর মূল verb এবং তার শেষ ing যোগ করে object বসাতে হয়। 3rd person singular এ has been বসে। ঐ ক্রিয়াটি নির্দিষ্ট কোন সময় ধরে চলছে তা বোঝাবার জন্য সময়সূচক for বসাতে হয়।
যেমন – বিল্টু তিন ঘন্টা ধরে বই পড়েছে। Biltu has been reading a book for three hours.
গতকাল থেকে বৃষ্টি পড়ছে। It has been raining since yesterday.
4.Present perfect continuous tense
Negative sentence (না বাচক বাক্য)
subject + have not / has not + been + main verb + ing + obj
অনেক দিন ধরে যাচ্ছে না, করছে না, হচ্ছে না।
সাতদিন ধরে তুমি বাজারে যাচ্ছ না। You have not been going to market for seven days.
নিলয় তিন দিন যাবৎ স্কুলে যাচ্ছে না। Nilay has not been going to school for three days.
গত সোমবার থেকে আমি বাড়িতে যাচ্ছি না। I have not been going to home since Monday last.
Note- Present perfect tense এর না বাচক negative sentence গঠনে subject এর পর have not / has not তারপরে been, তারপর main verb এবং verb এর শেষে ing তারপর object and other 3rd person singular number এ has not হয়।
4.Present perfect continuous sentences
Interrogative Sentence (প্রশ্নবোধক প্রশ্ন)
have/has + subject + been + main verb + ing + obj
অনেক দিন ধরে কি করছে ?, অনেক দিন ধরে কি হচ্ছে ?
তোমরা কি তিনমাস ধরে বাড়িটি তৈরী করছো? Have you been building the house for three months?
ছেলেগুলো কি সকাল থেকে খেলা করছে ? Have the boys been playing since morning?
রবি কি তিন ঘন্টা ধরে অঙ্ক করছে? Has Rabi been doing sums for three hours.
4.Present Perfect Continuous Tense
Interrogative – Negative sentence (না বাচক প্রশ্নবোধক বাক্য)
have/has + subject + not + been + main verb + ing + obj
অনেক দিন ধরে কি হচ্ছে না ?, করছে না ?, থাকছে না ?
আমি কি তিন বছর ধরে এই স্কুলে পড়ছি না? Have I not been reading in this school for three years?
কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে না? Has it not been raining since yesterday night?
1. Past Indefinite Tense (সাধারণ অতীত কাল)
Affirmative sentence (হ্যাঁ বাচক বাক্য)
subject + main verb এর past form + object
করেছিলাম, বলেছিলাম, হয়েছিলাম।
আমি তার নাম ভুলে গিয়েছিলাম। I forgot his name.
আমরা ফুটবল খেলেছিলাম। We played football.
সে দিল্লী গেল। He went Delhi.
সে আমাকে ডেকেছিল। He called me.
Note – বাংলা ভাষায় কোন ক্রিয়াপদের শেষে গিয়েছিলাম, করেছিলাম, ডেকেছিল গেল এরূপ থাকে তখন এই tense হয়। এই tense এ শুধু subject এরপর মূল verb টি past form – এ হয়।
1. Past Indefinite Tense
Negative Sentence (না বাচক বাক্য )
Subj+ did not + main verb এর present form + obj
করিনি, বলিনি, হইনি, ঘুমোইনি।
আমরা বেশিক্ষণ ঘুমোইনি। We did not sleep along.
তিনি বইখানি কেনেননি। He did not buy the book.
সে ভালো করে পড়াশুনা করেনি। He did not study well.
তুমি আমাকে সাহায্য করলে না। You did not help me.
Note- Past indefinite negative sentenceগঠন করতে do auxiliary verb এর সাহায্য নিতে হয়েছে। past tense এ do এর past form did হয়েছে। আর মূল verb টি present হয়েছে।
1. Past Indefinite Tense
Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
did + subject + main verb + obj.+other
তিনি কি কিনেছিলেন ?, সে কি ডেকেছিল ?, আমি কি হয়েছিলাম?
তিনি কি বইটি কিনেছিলেন? Did he buy the book?
আমি কি তোমাকে ডেকেছিলাম? Did I call you?
তোমরা কি ভাত খেয়েছিলে? Did you eat rice.
সে কি রোজ বিকেলে বেড়াতো? Did he walk every afternoon.
Note- Past Indefinite tense এর Interrogative form এ did auxiliary verb টি subjectএর আগে বসে তারপর subject মূল verbটির present tense হয়।
1. Past Indefinite Tense
Interrogative – Negative sentence (AIG APS)
auxiliary did + subject + not + main verb + other
সে কি আসেনি? সে কি যায়নি ?, সে কি খায়নি ?
তুমি কি পাথর ছোড়নি ? Did you not throw a stone ?
সে কি এখানে আসেনি ? Did he not come here?
আমি কি কাল ভাত খাইনি ? Did I not eat rice yesterday?
রীনা কি গান গায়নি? Did Rina not sing a song.
Note- Interrogative negative sentenceতৈরি করতে হলে Auxiliary verb do এর past form did বাক্যের প্রথমকে বসাতে হবে। এরপর subject তার পর not এর পর মূল verb এবং পরে অন্যান্য।
2.Past Continuous Tense (ঘটমান অতীত কাল )
Affirmative sentence (হ্যাঁ বাচক)
subject+was/were/main verb + ing + object/com
যাচ্ছিলাম/ করছিলাম/ হচ্ছিলাম।
আমি যাচ্ছিলাম। I was going.
আমরা যাচ্ছিলাম। We were going.
সে ঘুমোচ্ছিল। He was sleeping.
তারা খাচ্ছিল। They were eating.
Note.- Past continuous এর affirmative sentence গঠন করতে হলে প্রথমে subject তারপর was/were তারপর ing এবং object. Subject এর singular number এ was plural numberএ were বসে।
2. Past Continuous Tense
Negative (না বাচক)
subject + was/were/not + main verb + ing + obj
পড়ছিলাম না, করছিলাম না, যাচ্ছিল না, ঘুমচ্ছিল না।
আমি পড়ছিলাম না। I was not reading.
আমরা ঘুমচ্ছিলাম না। We were not sleeping.
গরুটি মাঠে চরে খাচ্ছিল না। The cow was not grazing in the field.
আপনি দৌড়াচ্ছিলেন না। You were not running.
Note- Past Continuous Tense এর Negative Sentence গঠন করতে হলে প্রথমে Subject তারপর person ও number অনুযায়ী was/ were তারপর not এরপর মূল verb তার সঙ্গে ing তারপর object and other.
2.Past Continuous Tense
Interrogative (প্রশ্নবোধক বাক্য)
was/were/subject + main verb + ing + obj
সে কি করছিল ?, আমি কি ঘুমোচ্ছিলাম?, তারা কি চেচাচ্ছিল ?
আমি কি ঘুমোচ্ছিলাম? Was I sleeping ?
আমরা কি বেড়াতে গিয়েছিলাম ? Were we walking?
ঘড়িটি কি ঠিক সময় দিচ্ছিল ? Was the watch keeping correct time ?
লোকগুলি কি চিৎকার করছিল ? Were the people shouting?
Note- Past Continuous Tense এর Negative sentence গঠন করতে হলে প্রথমে subject এর number অনুযায়ী was/were তারপর subject এর পর main verb তর সংগে ing যুক্ত করতে হবে। এরপর object বসবে।
2. Past Continuous Tense
Interrogative-Negative sentence
(প্রশ্নবোধক না বাচক বাক্য)
was/were + subject + not + main verb + ing + obj/com
আমি কি পড়ছিলাম না ? সে কি খাচ্ছিল না ? তুমি কি যাচ্ছিলে না?
আমি কি পড়ছিলাম না ? – Was I not reading ?
তুমি কি খাচ্ছিলে না? – Were you not eating ?
সে কি যাচ্ছিল না? – Was he not going?
তারা কি দৌড়াচ্ছিল না ?- Were they not running ?
Note – past continuous tense এর Interrogative, negative sentence গঠনে প্রথমে subject অনুযায়ী was/were তারপর subject তার পর not ও main verb এর সাথে ing, তারপর object বসে।
3. Past Perfect Tense
(পুরাঘটিত অতীতকাল)
Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য)
Sub + had + obj + before + Sub + V + Rest
আমার চিঠি পাবার আগেই বাবা আমাকে টাকা পাঠিয়েছিলেন – My father had sent my money before he received my letter.
ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিল – The patient had died before the doctor came.
Note- Past perfect tense এর বাক্যগুলিতে অতীতে দুটি কাজ হয়েছিল এরুপ বোঝায়। এর ভিতর যে কাজটি আগে হবে তার past perfect form হবে। পরেরটি শুধু past tense হবে। উপরের প্রথম বাক্যে বাবার টাকা আমার চিঠি পাবার আগেই এসেছিল তাই My father had sent my money past perfect হয়েছে পরের ঘটনায় he received শুধু past tense হয়েছে।
এ বিষয়ে আর কিছু অন্য ধরনের বাক্য লক্ষ্য কর :
could have/might have/worked have
ছেলেটি আরও একটু মনোযোগী হলে সে আরও ভালো ফল করতে পারত। – Had the boy been a bit more attentive, he could have shown better result.
বেশি বয়সে চাকরিতে না ঢুকলে তুমি সর্বোচ্চ উন্নতি করতেও পারতে। – If you had not entered service rather later in life, you might have reached the top
of the ladder
Note-করতে পারতে, হতে পারতে, পৌঁছাতে পারতে, এরূপ ক্ষেত্রে যদি if দিয়ে বাক্য শুরু করা হয় তবে subject এর পরে had বসবে যদি if দিয়ে শুরু না কর তবে subject এর আগে had বসিয়ে বাক্যটি শুরু করতে হয়।
যেমন – বেশি বয়সে চাকরিতে না ঢুকলে – If you had entered the service rather late
এই if দিয়ে শুরু না করলে লিখতে হবে Had you not enter the service rather late
নীচের ছকটি লক্ষ্য কর :
could have – তুমি পৌঁছাতে পারতে। you could have.
আমি লাভ করতে পারতাম। I could have gain.
might have- সে আউট হতেও পারত। – He might have been out.
আপনি মরতেও পারতেন। You might have died.
Would have— সে এখানে পৌঁছাত। He would have reached.
আমি পদত্যাগ করতাম। – I would have resigned.
আরও কিছু উদাহরণ
বৃষ্টি ছাড়তে না ছাড়তেই সে রওনা হয়েছিল। No sooner had the rain stopped than he started.
ক্লাসে ঢুকতে না ঢুকতেই ঘন্টা বাজল। Scarcely had we entered the class when the bell rang.
তারা বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হল। Scarcely did they reach home when it begin to rain.
Note.বাংলায় ছাড়তে না ছাড়তে/পৌঁছানো মাত্রই/ঢুকতে না ঢুকতেই প্রভৃতি ক্রিয়াপদ বাক্যে থাকলে ইংরাজী past perfect tense এর সঙ্গে no sooner, than, scarcely ইত্যাদি ব্যবহার করতে হয়।
4.Past perfect continuous tense
(পুরাঘটিত ঘটমান অতীত)
Affirmative sentence (হ্যাঁ–বাচক বাক্য )
subject + had been + main verb + ing + obj/ com
তুমি যখন ক্লাসে ঢুকলে তখন আমি একটি কবিতা আবৃত্তি করছিলাম।
I had been reciting a poem when you entered the class room.
গত দুবছর যাবৎ ছেলেটি একই ক্লাসে পড়ছিল।
The boy had been reading in the same class for two years.
দুর্ঘটনা ঘটার সময় ট্রেনের যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল।
The passengers of the train had been sleeping fast when the accident took place.
আমি যখন বাড়ি ফিরলাম তখন মা ঘুমোচ্ছিলেন না।
My mother had been sleeping when I returned home.
তিনি গত একমাস ধরে ম্যালেরিয়ায় ভুগছিলেন।
He had been suffering from malaria for last one month.
Note. Past Perfect continuous tense এর বাক্যগুলিতে প্রথমে subject তার পর had been এর পর মূল verb এবং তার সঙ্গে ing যোগ করতে হবে। তারপর object বা অন্যান্য শব্দ বসবে।
4.Past Perfect Continuous
(negative sentence)
| subject + had not been + main verb + ing + object + other
আমি যখন বাড়ি ফিরলাম মা তখন ঘুমোচ্ছিলেন না।
My mother had not been sleeping when I returned home.
গত সপ্তাহে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছিল না।
It had not been raining continuously last week.
সে সারারাত, ঘুমোচ্ছিল না।
He had not been sleeping the whole night.
Note. Present perfect continuous tense এর না বাচক বাক্যে গঠন করতে প্রথমে subject তার পর মূল verb এর সঙ্গে ing যোগ করে object বসাতে হবে।
4.Present Perfect Continuous Tense
Interrogative Sentence (প্রশ্নবোধক)
Had + subject + been + main verb + ing + obj/com
বাবলি যখন বাড়ি ফিরল তখন কি তার মা ঘুমোচ্ছিলেন ?
Had her mother been sleeping when Babli returned home?
সারারাত ধরে তুমি কি পড়াশুনা করছিলে?
Had you been studying through out the night?
তিনি কি গত একমাস ধরে জ্বরে ভুগছিলেন?
Had he been suffering from fever for the last one month?
Note: Past Perfect Continuous Tense এর interrogative sentence গঠন করতে হলে প্রথমে had বসবে। তারপর subject, তার পর been তার মূল verb এর শেষে ing তারপর object ও অন্যান্য শব্দ বসাতে হয়।
4.Past Perfect Continuous Tense
Interrogative Negative Sentence (প্রশ্নবোধক না বাচক বাক্য)
Had + subject + not + been + main verb + ing + obj/com
সারা রাত ধরে কি বৃষ্টি হচ্ছিল না? Had it not been raining through last night ?
আমরা আসার আগে কি তারা খেলছিল না? – Had they not been playing before we came ?
অনেকদিন ধরে কি যুদ্ধ চলছিল না? Had not the war being going on for a long time?
Note: Past perfect continuous tense এর প্রশ্নত্মক না বাচক বাক্য interrogative negative sentence গঠন করতে হলে– প্রথমে had, তারপর subject তারপর not been. তারপর মূল verb এর শেষে ing এবং সবশেষে object ব্যবহার করা হয় ?
1.Future Indefinite Tense
সাধারণ ভবিষ্যৎ কাল
Affirmative sentence (হ্যাঁ বাচক বাক্য)
subject + shall/will + main verb + obj/com
যাব / করব, হবে, থাকবে
আমি স্কুলে যাব। — I shall go to school.
তুমি ভাত খাবে। — You will eat rice.
সে এখন খেলবে। — He will play.
আমরা বাড়ি যাব। — We shall go home.
Note: Future indefinite sentence এর হ্যাঁ বাচক বাক্য গঠনে প্রথমে subject তারপর 1st person অর্থাৎ I, we এর পর shall অন্যত্র will তারপর মূল verb এর present form তার পর object বসে।
ব্যতিক্রমঃ প্রতিজ্ঞা, আদেশ, সংকল্প ও বাধ্যবাধকতা প্রভৃতি বোঝাতে 3rd person এ will বসে। যেমন–
আদেশ – তাকে এটি করতেই হবে। – He shall do this
সংকল্প – আমি বইমেলায় যাবই। I will visit the book fair.
আদেশ– তোমরা নিয়ম মানবে। You shall obey the rules.
নির্দেশ–পরীক্ষার্থীদের দশটার মধ্যে পরীক্ষা গৃহে পৌঁছাতে হবে। – The examiners
shall reach examination hall before ten.
প্রতিজ্ঞা – আমি সাফল্য পাবই। I will succeed.
প্রতিশ্রুতি – কাল তোমাদের ছুটি থাকবে। You shall have a holiday tomorrow.
বাধ্যবাধকতা – আগামীকাল আমাদের স্কুলে আসতেই হবে। We will come to the school tomorrow.
ভবিষ্যৎকাল বোঝালেও কিছু কিছু ক্ষেত্রে present indefinite tense ব্যবহৃত হয়ে থাকে। যেমন–
রাজধানী এক্সপ্রেস আগামীকাল ৯টায় ছাড়বে। The Rajdhani express leaves at nine tomorrow morning.
আগামী রোববার ২২ তারিখ। Next Sunday is the twenty second.
Note: যখন কোন সময়ের উপরে নির্ভর করে কোনও ভবিষ্যৎ ঘটনার কথা উল্লেখ করা হয় তখন present indefinite tense ব্যবহৃত হয়।
ভবিষ্যতে দুটি কাজ বোঝাতে যদি when, as, while, before, after, as soon as, until ব্যবহার করা হয়, তখন present tense হয়। যেমন–
যখন অতিথিরা এখানে আসবেন, তখন আমরা চা খাব। We shall have tea when the guests get here.
বন্ধ হয়ে যাবার আগেই আমাকে ব্যাঙ্কে যেতে হবে। I must go to the bank before it closes.
কোন খবর পাওয়া মাত্রই আমাকে জানাবে। You will let me know, as soon as you hear any news.
if, who, which এবং that এর ক্ষেত্রে future indefinite tense present indefinite tense হিসাবে ব্যবহৃত হয়। যেমন–
যারা আগে আসবে তারা ভালো সিট পাবে। Those who early will get the best seats.
যাতে সব কিছুই ঠিক থাকে আমি তার ব্যবস্থা করব। I shall make sure that everything is ready.
1. Future Indefinite Tense
Negative Sentence (না বাচক বাক্য)
subject + shall not/will not / main verb + obj/com
যাব না, করব না, হবে না, থাকবে না ।
আমি সেখানে যাব না। I shall not go there.
তারা এখানে আসবে না। They will not come here.
আমি আমার প্রতিশ্রুতি মেনে চলব না। I shall not keep my promise.
তারা মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করবে না। They will not appeal to the chief minister for help.
Note: Future Indefinite tense এর negative sentence তৈরী করতে হলে বাক্যের প্রথমে subject তার পর 1st person অর্থাৎ I/we এর তার shall not অন্যত্র will not তার পর মূল verb ও অন্যান্য ব্যবহার করা হয়।
1.Future Indefinite Sentence
Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
shall/will + subject + main verb + object/com
এখন কি খাব?, কি করব?, কোথায় থাকব ?
আমরা কি এখন ভাত খাব? Shall we take rice now ?
তারা কি তোমায় সাহায্য করবে? Will they help you?
তুমি কি ক্রিকেট খেলবে ? Will you play cricket ?
তিনি কি এখন লিখবেন? Will he write now ?
Note: Present Indefinite tense এর interrogative sentence গঠন করতে হলে প্রথমে shall/will তারপর subject তারপর main verb এর present form তারপর object and other.
1. Future Indefinite Tense
Interrogative Negative Sentence (প্রশ্নাত্মক না বাচক বাক্য)
shall / will + subject + not + main verb + obj/com
আমি কি যাব না?, করব না?, যাব না?
আমি কি তোমার সঙ্গে যাব না? Shall I not go with you?
তুমি কি তার চিঠির জবাব দেবে না? Will you not reply to his letter?
সে কি এখানে থাকবে না? Will he not stay here?
2. Future continuous Tense (ঘটমান ভবিষ্যৎ)
Affirmative sentence (হ্যাঁ বাচক)
Subj + shall be/ will be + main verb + be
পড়তে থাকব, ঘুমতে থাকব, খেলতে থাকবে।
আমরা তখন পড়তে থাকব– We shall be reading then.
আমি রাতে ঘুমতে থাকব। – I shall be sleeping at night.
সে বিকেল চারটে পর্যন্ত খেলতে থাকবে। – He will be playing till 4 p.m.
তুমি যখন বাড়ি ফিরবে আমার ছেলেমেয়েরা তখন ঘুমতে থাকবে।– When you return home your children will be sleeping.
Note : ভবিষ্যতে কোন কাজ চলতে থাকবে বোঝালে এই Tense হয়। এই tense এর sentence গঠন করতে হলে– প্রথমে subject তারপর subject অনুযায়ী shall be/will be তারপর মূল verb এর সঙ্গে ing যোগ করে object বা অন্যান্য word বসাতে হয়।
2. Future Continuous Tense
Negative sentence (না বাচক বাক্য)
subject + shall not / will not + be + main verb + ing + others
খেলতে থাকব না, বলতে থাকব না, করতে থাকব না।
আমি খেলতে থাকব না। I shall not be playing.
তোমরা কাজ করতে থাকবো না । You will not be working.
মেয়েটি নাচতে থাকবে না। The girl will not be dancing.
Note: Future continuous sentence এর না বাচক বাক্যে প্রথমে subject তার পর person অনুযায়ী shall not/ will not, তারপর be তারপর মূল verb এর সঙ্গে ing, তারপর object বসাতে হয়।
2. Future Continuous Tense
Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য)
shall/will + subject + be + main verb + ing + object
আমি কি পড়তে থাকব ?, সে কি করতে থাকবে ?
আমি কি পড়তে থাকব? Shall I be reading ?
তোমরা কি গাইতে থাকবে? Will you be singing?
পাখিগুলি কি কিচির মিচির করতে থাকবে? Will the birds be chirping?
Note: Future continuous tense এর প্রশ্নবোধক বাক্য গঠনে প্রথমে shall বা will তারপর subject, তারপর be verb তারপর মূল verb + ing + তারপর object বা অন্যান্য শব্দ বসাতে হয়।
2. Future continuous Tense
Interrogative negative sentence (প্রশ্নাত্মক না বাচক শব্দ।)
shall/will + subject + not + be + main verb + ing + object
আমি কি থাকব না ?, তুমি কি থাকবে না ?, সে কি যাবে না ?
আমি কি সাঁতার কাটতে থাকব না ? Shall I not be swimming?
তুমি কি কাজ করতে থাকবে ? Will you not be working?
তারা কি তখন পড়তে থাক ? Will they not be reading then?
Note: Future continuous sentence এ প্রশ্নবোধক না বাচক বাক্য গঠন করতে প্রথমে shall be/ will be তারপর subject তারপর not তারপর be, তারপর main verb, তার সঙ্গে ing যোগ করে object বসাতে হয়
3.Future Perfect Tense (পুরাঘটিত ভবিষ্যৎ)
Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য)
subject+shall / will have main verb এর past participle + object
করে থাকব, হয়ে থাকবে, বলে থাকবে।
তখন আমি কাজটি শেষ করে থাকব। I shall then have finished the work.
ভোর হবার আগেই আমরা পুরীতে পৌঁছে যাব। We shall have reached Puri before the day dawns.
সে ততক্ষনে বাড়িতে পৌঁছে যাবে। He will have reached home by that time.
তুমি এতক্ষনে এ সংবাদ শুনে থাকবে। You will have already heard this news.
Note: Future perfect tense এর affirmative বাক্য রচনা করতে প্রথমে subject, তারপর subject অনুযায়ী shall/will have তারপর main verb এর past participle এর পর object বসবে।
3. Future Perfect Tense
Negative sentence (না বাচক বাক্য)
subject+shall/will not + have + main verb is past participle obj/com
করে থাকব না, পৌছাবে না
আমরা তখন কাজটি সম্পূর্ণ করে থাকব না। We shall not have finished the work.
বৃষ্টি আসার আগে সে বাড়িতে পৌছাবে না He will not have reached home before rain comes.
Note: Future perfect negative sentence বাক্য গঠন করতে হলে প্রথমে subject তারপর shall/will তারপর not, তারপর have তারপর মূল verb এর past participle এরপর complement.
3.Future Perfect Tense
Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য)
Shall / will / Sub + have / has + verb + Rest.
কাজটি কি শেষ করে থাকবে ?, তাকে কি দেখে যাবে?
আমরা কি তখন কাজটি শেষ করে থাকব? Shall we have then finished the work?
তিনি কি এতক্ষণ বাড়ি পৌঁছে থাকবেন? Will he have reached home by this time ?
তুমি কি কলকাতায় যাবার আগে আমার মাকে দেখে যাবে? Will you have meet my mother before you leave for Kolkata.
Note: Future perfect tense এর প্রশ্নবোধক বাক্যগুলি গঠনের রীতি হল প্রথমে subject অনুযায়ী shall/will বসবে, তারপর subject, তারপর have তারপর মূল verb এর past participle তারপর obj/comp.
3. Future Perfect Tense
Interrogative negative (প্রশ্নাত্মক না বাচক বাক্য)
shall/will+subj+ have not + main verb+এর past participle+object.
আমরা কি করে থাকবো না ?, আমরা কি হয়ে থাকব না ? আমরা কি দেখে থাকব না?
আমরা কি ততক্ষনে প্রাতঃরাশ করে থাকব না? Shall we not have taken our break-fast by that time?
রবি কি ইতিমধ্যে সিনেমাটি দেখে থাকবে না ? Will not Rabi have watched the film already ?
তুমি কি আসার আগেই আমি কাজটি শেষ করে ফেলব না? Shall I not have finished the work before you come?
Note: Future perfect tense এর interrogative negative sentence গঠন করতে হলে প্রথমে subject অনুযায়ী shall/will তারপর subjct তারপর have not তারপর main verb এর past participle তারপর object.
4.Future Perfect Continuous Tense
পুরাঘটিত ঘঠমান ভবিষ্যৎ
subject+shall have been/will have been+m.v.+ ing+other
একটি কাজ করার আগে আর একটি কাজ করতে থাকব, বলতে থাকব।
ঘুমোতে যাবার আগে আমি তিন ঘন্টা ইংরাজী পড়তে থাকব। I shall have been reading English for three hours before I go to bed.
কলকাতা পৌঁছাবার আগে ট্রেনটি ষোলো ঘন্টা ধরে চলতে থাকবে। The train will have been running for sixteen hours before it reaches at Kolkata.
Note: ভবিষ্যতে ঘটবে এমন দুটি ক্রিয়ার মধ্যে যে কাজটি অন্যটির আগে কিছুদিন ধরে চলতে থাকবে বোঝায় সেটা future perfect continuous tense হয় অন্যটির present indefinite tense হয়।
Affirmative (হ্যাঁ বাচক)
I shall have been going – আমি যাইয়া আসিতে থাকিব।
We shall have been going – আমরা বাইয়া আসিতে থাকিব।
He/she will have been going- সে/যে সে (স্ত্রী) যাইয়া আসিতে থাকবে।
Negative (না বাচক)
I shall not have been going – আমি যাইয়া আসিতে থাকিব না।
We shall not have been going – আমরা যাইয়া আসিতে থাকিব না।
You will not have been going
He/She will not have been going. –সে/সে (স্ত্রী) যাইয়া আসিতে থাকিবে না।
Interrogative (প্রশ্নবোধক)
Shall I have been going? – আমি কি যাইয়া আসিতে থাকিব?
Shall we have been going? – আমরা কি যাইয়া আসিতে থাকিব?
Will he/she have been going? – সে/সে(স্ত্রী) যাইয়া আসিতে থাকিবে ?
Will you lhave been going.
Mood
বাক্যে ক্রিয়া প্রকাশের ভঙ্গিকে mood বলে। এই mood কে তিন ভাগে ভাগ করা হয়।
যথা 1. Indicative mood 2. Imperative mood 3. Subjunctive mood
মানুষ মরণশীল– Man is mortal.
আকাশে মেঘ নেই। – There is no cloud in the sky.
প্রশ্নবোধক সরলবাক্যে ও Indicative mood হয়।যেমন–
এমন কি কেউ আছে যে মরে না? – Is there any one who will not die?
তুমি এত বিষন্ন কেন? Why are you so gloomy?
কোন ভবিষ্যৎ ঘটনা ঘটতে পারে এই অনুমানের ভিত্তিতেও Indicative mood হয়। যেমন–
যদি বৃষ্টি পড়ে, আমি তোমার বাড়ি যাব না। If it rains I shall not go your house.
যদি আমি ব্যর্থও হই তবুও আশা ছাড়ব না। If I fail, I shall not lost my hope.
Advice (উপদেশ) Never tell a lie (কখনও মিথ্যা কথা বল না।)
Look before you leap. বিবেচনা করে কাজ কর।
Command (আদেশ) Go there at once. এখনই সেখানে যাও ।
Request or Prayer (অনুরোধ বা প্রার্থনা) Please don’t do it. দয়া করে এটা কর না।
Have pity on me. আমার প্রতি করুণা কর।
Note: Imperative mood – এ verb সাধারনত : present indefinite tense ও second person –এ হয় এবং সেক্ষেত্রে verb –এর subject you সব সময় উহ্য থাকে।
আরও কিছু উদাহরণ
Let him say. তাকে বলতে দাও।
Let him do the work on his own. সে কাজটি নিজে করুক।..
Live and let live. বাঁচো এবং বাঁচতে দাও।
Note. ১) করতে দাও, বলতে দাও, করুক, আসুক, ক্রিয়াপদ থাকলে 1st and 3rd person –এ imperative mood ব্যবহার করতে হলে let এই verb টি দিয়ে বাক্য আরম্ভ করতে হয়। let –এর পরে যে verb –টি থাকে তার আগে to শব্দটি উহ্য রাখতে হয়। যেমন let him to say হবে না let him say হবে। আবার কখনও কখনও কথ্য ভাষায় imperative verb –এর কর্তৃপদটি উহ্য না রেখে তা প্রকাশ করে দেওয়া হয়।
যেমন – তুমি আর কথা বল না। Dont you talk any more. emphasis (জোর) মনে রেখো ঠিক দশটার সময় আসতে হবে। Mind you come here just at ten.
কখনও সখনও শর্ত বা condition বোঝাবার জন্য imperative mood ব্যবহার করা হয়। সেক্ষেত্রে sentence –এর যে অংশটি শর্ত বা condition বোঝায় তার verb-টি imperative mood-এ হয়। যেমন–
পড় তবেই জানতে পারবে। – Read and you will know.
পরিশ্রম করলেই সাফল্য পাবে। Try hard and you will succeed.
যাকে রাখো, সেই রাখে। – Keep thy shop and the shop will keep thee.
যেমন – Wish (ইচ্ছা)
তার আত্মার শান্তি হোক। May his soul rest in peace.
ঈশ্বর তোমার মঙ্গল করুণ। May God bless you.
আপনার ইচ্ছাপূর্ণ হোক। Thy will be done.
অপূর্ণ ইচ্ছা বা মনোবাসনা প্রকাশ করতে
তিনি যদি আজ বেঁচে থাকতেন। Would that he had been alive today.
সে যদি তার ভাইয়ের মত সৎ হত। I wish he were as honest as his brother
সে যদি আমার কাছে থাকত। Would that he was stay of me.
সে যদি তোমার মত পরিশ্রমী হত। I wish he was as diligent as you.
ভদ্রতাপূর্ণ অনুরোধ প্রকাশ করতে
আপনি যদি দয়া করে আমাকে কিছু টাকা ধার দিতেন– Should you be good enough to lend me some money.
আমাকে এই বইটি পেড়ে দেবে কি? Would you take down that book for me?
অভিমত বা আদেশ প্রকাশ করতে
বুদ্ধিমান হলে তুমি এ কাজ করতে না। If you were intelligent, you would not have done this.
তুমি নিমন্ত্রণ না করলে তিনি আসবেন না। He will not come unless you invite him.
উদ্দেশ্য বোঝাতে
পাছে ভুলে যাও এজন্য লিখে নাও Put it down lest you forget.
সে যাতে জীবিকা অর্জন করতে পারে সে জন্য কঠোর পরিশ্রম করে। He works hard that he may earn his live hood.
স্বীকৃতি বোঝাতে
নিজের কুঁড়ে ঘর ও অট্টালিকা। Home is home be it ever so homely.
সে আমার নিজের ছেলে হলেও আমি তাকে ক্ষমা করতাম না। Though he is my own son, I would not forgive him.
শর্ত বোঝাতে
আমি সেখানে উপস্থিত থাকলে তাকে সমুচিত শাস্তি দিতাম। Had I been present there, I would have taught him a good lesson.
যদি বৃষ্টি হয় তবে আজ খেলা হবে না। If it rain, there will be no play today.
Subjunctive mood –এর আরও কয়েকটি বিশেষ ব্যবহার
1. as if, as though – এর ব্যবহার
অপ্রকৃত ঘটনা, অসম্ভবতা ও সন্দেহ প্রকাশ করতে— সে এমন ভাবে দেখায় যেন এ বাড়ি খানা তার– He behaves as if he owned the house.
সে এমনভাবে আমাকে হুকুম করে যেন আমি তার চাকর – He orders me about as if I were his servant.
সে ঢাকা সম্বন্ধে এমন কথা বলে যেন সে সেখানে গিয়েছে– He talks about Dacca as though he had gone there himself.
Note. As though as it –এর পর past tense ব্যবহার করা হয়। কিন্তু তার অর্থটি present tense – এ থাকে।
পছন্দ বা ইচ্ছা করা বোঝাতে would rather would sooner বা পছন্দ না পছন্দ এর ব্যবহার।
আমার আগামীকাল পর্যন্ত অপেক্ষা করার ইচ্ছে আছে। I would rather wait till tomorrow.
আমার ইচ্ছা যে, আমি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করি। I would prefer to wait till tomorrow.