
MODAL-INTINITIUE-CAUSATIVE-PASSIVE
LESSON – 21
MODAL PASSIVE
তাকে বলা উচিত, নেওয়া উচিত, দেওয়া উচিত
He should be + V. P.P+ Rest
I should be called at the theatre hall. আমাকে থিয়েটার হলে ডাকা উচিত।
I should be taken in the match. আমাকে খেলতে নেওয়া উচিত।
I should be spoken in the class.আমাকে ক্লাশে বলতে দেওয়া উচিত।
Should have been
বলা উচিত ছিল, ডাকা উচিত ছিল, নেওয়া উচিত ছিল, দেওয়া উচিত ছিল।
Sub + should have been + V.P.P. + Rest.
You should have been called in the meeting.তোমাকে মিটিংয়ে ডাকা উচিত ছিল।
You should have been punished for the guilty. তোমাকে এই অন্যায়ের জন্য সাজা দেওয়া উচিত ছিল।
You should have been distributed the property. তোমাকে এই সম্পত্তি ভাগ করে দেওয়া উচিত ছিল।
Could have been
জানতে পারতেন, নিতে পারতেন, ডাকতে পারতেন।
Sub + could have been + V.P.P. + Rest.
He could have been called in the meeting. তাকে মিটিংয়ে ডাকতে পারতেন।
He could have been informed the matter.তাকে এবিষয়টি জানাতে পারতেন।
He could have been selected the match.তাকে খেলায় নির্বাচিত করতে পারতেন।
Would have been
দেওয়া হোত, নেওয়া হোত, শেখানো হতো।
Sub + would have been + V.P.P. + Rest.
Biplab would have been given the notes before the examination. – বিপ্লবকে পরীক্ষায় আগে নোটগুলি দেওয়া হত ।
Biplab would have been invited in the meeting. – বিপ্লবকে মিটিংয়ে আমন্ত্রণ জানানো হত।
Subhash would have been sent to Kanailal Vidyamandir. – সুভাষকে কানাইলাল বিদ্যামন্দিরে পাঠানো হোত।
May have been
করে থাকবে, পাঠিয়ে থাকবে, নিয়ে থাকবে
Sub + may have been + V. P. P. + Rest.
Mina may have been invited in the meeting. – মীনাকে মিটিংয়ে আমন্ত্রণ করে থাকবে।
Madhab may have been sent to market in the morning. – মাধবকে সকালবেলায় বাজারে পাঠিয়ে থাকবে।
He may have been selected in the match. – তাকে এই খেলায় নিয়ে থাকবে।
Need have been
খেলানো দরকার ছিল, নেওয়া দরকার ছিল, দেওয়া দরকার ছিল।
Sub + need have been + V.P.P. + Rest.
Virat koheli need have been taken in the Indian team. – বিরাট কোহেলিকে ভারতীয় দলে নেওয়া উচিত ছিল।
Biltu need have been called in the meeting. – বিল্টুকে মিটিংয়ে ডাকা দরকার ছিল।
Bidhan need have been awarded for good conduct. – ভালো কাজের জন্য বিধানকে পুরস্কার দেওয়া দরকার ছিল।
Should not have been
বলা উচিত হয়নি, নেওয়া উচিত হয়নি।
Sub + should not have been + V.P.P. + Rest.
Biman should not have been called in the function. – বিমানকে ফাংশানে ডাকা উচিত হয়নি।
Biru should not have been recruited for the Indian team. বীরুকে ভারতীয় দলে নেওয়া উচিত হয়নি।
Let
যেতে দাও, খেতে দাও, বলতে দাও, আসতে দাও, গাইতে দাও।
Let him + Verb + Rest.
Let him go there. – তাকে সেখানে যেতে দাও।
Let him come inside . – তাকে ভিতরে আসতে দাও।
Let him sing a song. – তাকে একটি গান গাইতে দাও।
Let him talk. – তাকে বলতে দাও ।
Used to
খেলতাম, বেড়াতাম, করতাম, যেতাম।
I used to play daily in the afternoon.আমি রোজ দুপুরে খেলতাম।
I used to walk in the morning.আমি সকালে বেড়াতাম।
I used to do the sum everyday.আমি রোজ অঙ্ক করতাম।
I used to go to the market daily.আমি রোজ বাজার যেতাম।
INTINITIUE PASSIVE
Has to be
করতে হবে, বলতে হবে, ডাকতে হবে, নিতে হবে
Sub + has to be + V.P.P. + Rest.
Samir has to be done the job. – সমীরকে চাকরিটি করতে হবে।
Amrita has to be told story. – অমৃতাকে গল্প বলতে হবে।
Subhash has to be called in the meeting. – সুভাষকে মিটিংয়ে ডাকতে হবে।
Samar has to be taken in the team again. – সমরকে আবারও টিমে নিতে
had to be
ডাকতে হয়েছিল, নিমন্ত্রণ করা হয়েছিল, বলতে হয়েছিল, নিতে হয়েছিল।
Sub+had to be + V.P.P. + Rest
Biru had to be called to join the Indian team. – ভারতীয় দলে বীরে ডাকতে হয়েছিল।
Ramen had to be invited in the meeting. – রমেনকে মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল।
Koheli had to be selected again in the team. – কোহেলিকে আবারও দলে নেওয়া হয়েছিল।
Does not have to be
বলতে হবে না, নিতে হবে না, ডাকতে হবে না।
Sub + does not have to be + V.P.P.+ Rest.
Raina does not have to be called again. – রায়নাকে আবার ডাকতে হবে না
Firoz does not have to be included in the play. – ফিরোজকে খেলায় অন্তর্ভূক্তি করা হবে না।
Did not have to be
ডাকতে হয়নি, বলতে হয়নি, নির্বাচিত হয়নি
Sub+did not have to be + V.P.P. + Rest
Rabin did not have to be called here. – রবীনকে এখানে ডাকতে হয়নি।
Bipul did not have to be informed the matter. – বিপুলকে এ বিষয়ে জ্ঞাত করা হয়নি।
Bidhan Sen did not have to be invited in the function. – বিধান সেনকে ফ্যাংশনে নিমন্ত্রণ করা হয়নি।
Gautam did not have to be elected. – গৌতম নির্বাচনে নির্বাচিত হয়নি।
did not seem to be
মনে হয় ডাকেনি, নেয়নি, বলেনি
Sub + did not seem to be + V.P.P. + Rest.
Zafar Khan did not seem to be selected in India team – জাফর থানাকে ভারতীয় দলে নির্বাচিত করার কথা মনে হয়নি।
Rabin did not seem to be awared for his success. – রবীনকে তার সফলতার জন্য পুরস্কার করার কথা ভাবা হয়নি।
Sima did not seem to be invited in the music – সীমাকে সঙ্গীতে আমন্ত্রণ করার কথা ভাবা হয়নি।
Was likely to have been
সম্ভবতঃ জানিয়েছিল, বলেছিল, ডেকেছিল
Sub + was likely to have been + V.P.P. + Rest
Mr. Partha Chatterjee was likely to have been appointed as the Industry Minister of West Bengal by the Chief Minister Mamata Banerjee:- মিঃ পার্থ চ্যাটার্জীকে সম্ভবতঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শিল্পমন্ত্রী পদে বহাল করেছিলেন।
Mr. Partha Chatterjee was likely to have been informed this matter before. – মিঃ পার্থ চ্যাটার্জী সম্ভবতঃ বিষয়টি পূর্বে জানিয়েছিলেন।
Was to have been
নেবার কথা ছিল, খেলানোর কথা ছিল ।
Sub + was to have been + V.P.P. + rest
Virat Koheli was to have been included in the Indian team. – বিরাট কোহেলিকে আবার ভারতীয় দলে নেবার কথা ছিল।
Virat Koheli was to have been made to play in the 4th test match. – বিরাট কোহেলিকে চতুর্থ টেষ্ট ম্যাচে নেবার কথা ছিল।
CAUSATIVE PASSIVE
Made to
খেলায়, করায়।
Sub + is made to + Verb + Rest
Sawag is made to bat in the beginning in every match. – সেওয়াগকে প্রতিটি ম্যাচের শুরুতে খেলায়।
Sawag is made to bowl in every match. – সেওয়াগকে প্রতিটি ম্যাচে বল করায়।
Was made to
কাঁদিয়েছিল, হাসিয়েছিল, খেলিয়েছিল।
Sub + was made to + Verb + Rest
Suresh Raina was made to play every match. – সুরেশ রায়নাকে প্রতিটি ম্যাচে খেলিয়েছিল।
Biru was made to laugh in the classroom. – বিরু ক্লাস রুমে হাসিয়েছিল।
Gita was made to cry in the picnic – গীতা কে পিকনিকে কাঁদিয়েছিল।
Will be made to
কাঁদবে, হাসবে, পড়াবে
Sub+will be made to + Verb + Rest
You will be made to read English by Anderson. – তুমি অ্যান্ডারসনের কাছে ইংরাজী পড়াবে।
He will be made to cry for the failure. – সে ব্যার্থতার তাকে কাঁদবে।
Can not but
না হেসে পারে না, না বলে পারে না, না কেঁদে পারে না।
Sub+can not but + Verb + Rest.
I con not but laugh to see you. – আমি তোমাকে দেখে না হেসে থাকতে পারি না।
He can not but cry to see the poor. – দরিদ্রের দেখে সে না কেঁদে পারি না।
He can not but speak to meeting. – সে সভায় না বলে পারে না।