তলপেট – বিকিনি লাইনে ত্বকের সমস্যা? কুছ পরোয়া নেই!
➸নাভির চারদিকে অতিরিক্ত মেদ জমে যাওয়া, ওজন বাড়া, গর্ভাবস্থা, ত্বকে ভিটামিনের অভাব, অনুন্নত রক্তচলাচল, তলপেটে অপারেশনের ফলে পেশি ঢিলে হয়ে যায়, ত্বক ঝুলে পড়ে।
➸তলপেটে গরমে ঘামে ফাংগাল ইনফেকশন হয়। সেক্ষেত্রে অ্যান্টিফাংগাল পাউডার, অ্যান্টিফাংগাল সাবান, অ্যান্টিফাংগাল ক্রিম লাগান। না কমলে ডাক্তারি পরামর্শ নিন।
➸তলেপেট অনেকে ওয়্যাক্সিং করেন, যার থেকে ফলিকুলাইটিজ অর্থাৎ, ফলিকেল–এ সংক্রমণ হয়। সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে অনেকসময় তলপেটে সিজারের ক্ষত থেকে সেকেন্ডারি ইনফেকশন হয়। সেক্ষেত্রেও ডাক্তারি পরামর্শ নিন।
➸ল্যাপোরোস্কপির স্কার যদি অনেকদিন বাদেও না শুকোয়, ডাক্তারের পরামর্শ নিন। আটিপিক্যাল মাইক্রোব্যাকটিরিয়াল ইনফেকশন হতে পারে তলপেটে অপারেশনের পর ক্ষত ঠিক হয়ে গেলে অলিভ অয়েল মাসাজ করুন। ঝুলে পড়া চামড়া টান টান, টাইট হবে।
➸ডিমের সাদা অংশ ফেটিয়ে তলপেটে লাগান। এতে কোলাজেন রয়েছে। চামড়া টাইট হবে, ঔজ্জ্বল্য বাড়বে।
➸১০০ গ্রাম গোলাপের জল, ৫০ গ্রাম লেবুর জল, ১০০ গ্রাম আমন্ড অয়েল, ১০০ গ্রাম অ্যালাম পাউডার একসঙ্গে ৪টে ডিমের সাদা অংশের সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণ ফুটিয়ে গাঢ় করে নিন। নাভির চারদিকে এই মিশ্রণ লাগিয়ে রাতে শুয়ে পড়ুন। সকালে ধুয়ে ফেলুন। তলপেটের ঝুলে পড়া চামড়া টাইট হবে।
আদার মধ্যে হিটিং প্রপার্টি রয়েছে যা পেটের চর্বি কমিয়ে পেটের চামড়া টাইট, টান টান, টোনড রাখে। ৫০০ গ্রাম আদা ব্লেন্ডারে থেঁতো করে, নুনে মিশিয়ে গরম করে নিন। কাপড়ের পুঁটলিতে এই গরম মিশ্রণ নিয়ে পেটের ত্বকে চেপে চেপে মাসাজ করুন।