এসেনশিয়াল অয়েল
সুগন্ধী তেল ম্যাজিকের মতো কাজ করে। কয়েক ফোটাই বদলে দেয়া চামড়ার চেহারা।
রোজহিপ অয়েল
֍কোলাজেন উৎপাদন বাড়ায়।
֍ত্বকের ইলাস্টিসিটি বাড়িয়ে এজ স্পট একেবারে দূরে রাখে।
֍তৈল্যগ্রন্থির কাজ স্বাভাবিক রাখে।
֍এতে রয়েছে ভিটামিন সি, ওমেগা থ্রি ও সিক্স ফ্যাটি অ্যাসিড, রেটিনয়েক অ্যাসিড।
֍শুষ্ক ও স্পর্শকাতর ত্বকের পক্ষে আদর্শ সুইট অ্যামন্ড অয়েল।
֍এতে পাবেন ভিটামিন ডি, ই, বি–১, বি–২ এবং বি–৬
֍সঙ্গে ক্যালশিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম।
֍ভিটামিন ই রিংকল রুখতে সাহায্য করে, ত্বকের গঠন ঠিক রাখে।
֍এসেনশিয়াল অয়েল চোখের কালোঘেরা দূর করে।
֍ত্বকের আর্দ্রতা বজায় থাকে।
সাইপ্রাস এসেনশিয়াল অয়েল
֍সাইপ্রাস অয়েল রক্তচলাচল স্বাভাবিক রেখে চামড়া টানটান রাখে।
֍ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক রাখতেও এইতেল সাহায্য করে।
֍স্কার ও ছোপ দূরে রাখে এই তেল।
֍অ্যান্টিসেপ্টিক হিসেবেও এই তেল দুর্দান্ত।
֍ত্বকে মেলানিনের সামঞ্জস্য ঠিক রাখে।
֍ডার্ক স্পট হতে দেয় না।
ফ্রানকিনস্যান্স অয়েল
֍অ্যান্টিসেপ্টিক। চামড়া টান রাখে, পিএইচ ব্যালান্স ঠিক রাখে।
֍দাগ ছোপ একেবারে দূরে রেখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
এপ্রিকট অয়েল
֍ভাল ময়েশ্চারাইজার।
ক্যাটর সিড অয়েল
֍অ্যান্টি–এজিং এর রাজা।
গেরেনিয়াল অয়েল
֍ত্বককে নতুন জীবন দেয়।
লেমন অয়েল
֍ত্বকের কালচেভাব কাটায়।
֍রোদে পোড়া দাগ তুলে দেয়।
স্যান্ডলউড অয়েল
֍রুক্ষতা কাটিয়ে ত্বক মোলায়েম করে।
রোজমেরি অয়েল
֍লোমকূপে ময়লা জমতে দেয় না।
֍তৈল্যগ্রন্থির কাজ স্বাভাবিক রাখে।
ল্যাভেন্ডার অয়েল
֍স্ট্রেস কাটাতে জুড়ি মেলা ভার।
֍নতুন কোষ তৈরিতে সাহায্য করে।
֍এজ স্পট দূর করে।
֍তিরিশের পর প্রতিদিন ব্যবহার করলে ত্বকের সজীবতা বজায় থাকে।
রোজ অয়েল
֍শুকনো ত্বকের জন্য অত্যন্ত উপকারী।
֍ত্বকের বুড়িয়ে যাওয়া আটকায়।
֍এতে থাকে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান। এটি ত্বকের মলিনতা দূর করে উজ্জ্বল ও চকচকে রাখে।
֍ত্বকের গঠন ঠিক রাখে।
টি ট্রি অয়েল
֍ব্রণ এবং র্যাশ কমাতে সাহায্য করে।
֍স্পর্শকাতর ত্বকের জন্য আদর্শ।
ব্যবহারের বিধি
֍স্নানের পর হালকা ভিজে শরীরে মাসাজ করতে পারেন।
֍যে–কোনও একরকম তেল বা ত্বকের প্রকৃতি ও প্রয়োজন অনুযায়ী চার–পাঁচ রকম মিশিয়ে এই মাসাজ করা যেতে পারে।
֍স্নানের জলে ৫–৬ ফোঁটা তেল মিশিয়ে নিলেও কাজ হবে।
֍উষ্ণ জলে কয়েক ফোঁটা মিশিয়ে ফুট বাথ নিলে সারাদিনের ক্লান্তি দূর হবে।
֍ব্যথা ও ক্লান্তি দূর করতে কমপ্রেশন নিতে পারেন। এই পদ্ধতি ত্বক রিল্যাক্স করতে ও সাহায্য করে।
֍গরম বা খুব ঠান্ডা জলে কয়েক ফোঁটা মিশিয়ে নিন। এবার নরম কাপড় এই জলে ভিজিয়ে চেপে চেপে বেশ কিছুক্ষণ কমপ্রেশন দিন।
֍এসেনশিয়াল অয়েল দিয়ে স্পা করাতে পারেন।
֍ফেস প্যাক বা মাসাজের ক্রিমের সঙ্গে মিশয়েও ব্যবহার করতে পারেন।